আন্তর্জাতিক ডেস্ক : গাড়িতে লুকিয়ে ইতালি থেকে ফ্রান্সে প্রবেশের সময় ৩২ অবৈধ অভিবাসীকে আটক করেছে ফ্রান্সের সীমান্ত পুলিশ। তাদের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিক রয়েছেন।
গত ২৯ এপ্রিল ফ্রান্স-ইতালি সীমান্তের হউত আল্পস ডিপার্টমেন্ট থেকে অভিবাসীদের আটক করা হয়। এ ঘটনায় এক পাচারকারীকে আটক করে পুলিশ।
জানা যায়, আটক অভিবাসীদের ইতালি থেকে ফ্রান্সে প্রবেশ করাতে জনপ্রতি ৪০ হাজার থেকে ৬০ হাজার টাকা নেয় পাচারকারীরা। একটি কাভার্ড ভ্যানে লুকিয়ে তাদের ইতালি থেকে ফ্রান্সের সীমান্তে পারাপারের চেষ্টা করার সময় আটক করে সীমান্ত পুলিশ।
আন্তর্জাতিক গণমাধ্যম ইনফো মাইগ্রেন্ট’র এক প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সাল থেকে ২৫ হাজারেরও বেশি অভিবাসন প্রত্যাশী হেঁটে মোজনেভে বা এশেল সীমান্ত অতিক্রম করেছেন। এ অঞ্চলে মানবপাচারকারী আটকের ঘটনা এটিই প্রথম নয়। চলতি বছরের জানুয়ারিতে একটি দ্রুতগামী গাড়িতে শিশুসহ আট অভিবাসীকে লুকিয়ে রাখার দায়ে মালির এক নাগরিককে গ্রেপ্তার করা হয়। সীমান্তে অভিবাসীদের চাপ মোকাবিলায় আল্পস-মারিতিম অঞ্চলে একটি সীমান্ত বাহিনী গঠনের জন্য গত সপ্তাহে ঘোষণা দেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্ন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।