জুমবাংলা ডেস্ক: বগুড়ার ধুনট উপজেলায় ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রিত বাস্তুহারা একটি পরিবারের একমাত্র বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে পরিবারের লোকজন খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করছেন।
আজ শনিবার সকালের দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল এ তথ্য নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন। পরিবারটির জন্য সরকারিভাবে আরো অনুদানের ব্যবস্থা করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুতবাড়ি বাঁধে আশ্রিত আফজাল হোসেনের পরিবারের লোকজন শুক্রবার দুপুরের পর যমুনা নদীতে গোসলের জন্য যান। এ সময় স্থানীয় কয়েকজন শিশু ঘরের ভেতর ঢুকে লুকিয়ে বিড়ি সেবন করে আগুন ফেলে রেখে যায়। তখন বিড়ির আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
ধুনট ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ শামীম রেজা এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ করেছে। বিড়ির আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


