লুঙ্গি পরা সালমানের জন্য কঠোর নিরাপত্তা, ভিডিও ভাইরাল

সালমান

বিনোদন ডেস্ক: দুই পাশে চেয়ার-টেবিল পেতে বসে আছেন দুই নিরাপত্তারক্ষী। মাঝ দিয়ে হেঁটে যাচ্ছেন পুলিশ সদস্য। তার পেছনে সাধারণ পোশাক পরা আরো কয়েকজন। তাদের পেছনে অস্ত্র হাতে নিরাপত্তাকর্মী। এরপর প্রায় ১০ জন সালমান খানকে ঘিরে হেঁটে আসছেন। সালমানে পরনে কালো রঙের লুঙ্গি, গায়ে একই রঙের স্যান্ডো গেঞ্জি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায়।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, সালমান খানের পরবর্তী সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। মুম্বাইয়ে এ সিনেমার শুটিং করছেন তিনি। এ সিনেমার দৃশ্যের প্রয়োজনে লুঙ্গি পরেছিলেন সালমান। গতকাল রাতে শুটিং সেট থেকে বের হওয়ার সময় ওই লুকে ক্যামেরাবন্দি হন বলিউডের এই মোস্ট এলিজেবল ব্যাচেলর।

সালমান খানের বিরুদ্ধে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। ভারতের বিষ্ণোই সম্প্রদায় এই হরিণকে ভক্তি করে। এই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকে তাকে শত্রু মনে করে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। কারণ তিনিও বিষ্ণোই সম্প্রদায়ের একজন। একাধিকবার সালমানকে হত্যার হুমকি দিয়েছে লরেন্স। কয়েক মাস আগে হত্যার হুমকি পাওয়ার পর সালমানকে বন্দুক রাখার লাইসেন্স দেয় মুম্বাই পুলিশ। তারপর ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা দেয় মহারাষ্ট্র সরকার। যার জন্য সালমানকে এতটা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন সংশ্লিষ্টরা।

ফরহাদ সামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সালমানের বিপরীতে আছেন পূজা হেগড়ে। তা ছাড়াও সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ‘বিগ বস’খ্যাত শেহনাজ গিল, পাঞ্জাবি গায়ক জাসিস গিল, সিদ্ধার্থ নিগম, পলক নিগম, রাঘব জুয়াল, দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেস, জাগপতি বাবু প্রমুখ। গত সেপ্টেম্বরে সিনেমাটির টিজার মুক্তি পেয়েছে। নতুন লুকে সালমানকে দেখে ভূয়সী প্রশংসা করেন নেটিজেনরা। সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালের ডিসেম্বরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ফিফা মঞ্চে নোরা ফাতেহিকে অশ্লীলভাবে স্পর্শ, ভিডিও ভাইরাল