ব্যবস্থাপত্র বুঝতে না পারায় ডাক্তারের আঙুল ভাঙলেন স্বজন
জুমবাংলা ডেস্ক : ব্যবস্থাপত্রের লেখা বুঝতে না পারায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের আঙুল ভে ঙে দেওয়ার অভি যো গ উঠেছে রোগীর স্বজনের বিরুদ্ধে।
বুধবার (১ মার্চ) দুপুর ১টার দিকে ক্ষিপ্ত হয়ে রোগীর স্বজনরা এ ঘটনা ঘটান। ওই চিকিৎসকের নাম ডা. সামসুল হক। তিনি হাসপাতালের আল্ট্রাসনোগ্রাফির চিকিৎসক।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার বাসিন্দা রুবেল আহমেদ তার ছেলের চিকিৎসার জন্য সকাল ১১টায় হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. ওয়েস আহমেদের কাছে যান। ডা. একটি টেস্ট লিখে তাকে আল্ট্রাসনোগ্রাফির ডা. সামসুল হকের কাছে পাঠান। তিনি প্রেসক্রিপশন দেখে বুঝতে না পারায় আবার প্রেসক্রিপশন লিখে আনতে বলেন। এ নিয়ে দু’জনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুপুর ১টার দিকে রুবেল লোকজন নিয়ে হাসপাতালে গিয়ে ডা. সামসুল হককে আঘাত করেন। এ সময় তার ডান হাতের আঙুল ভেঙে যায়।
রুবেল আহমেদ মুঠোফোনে সাংবাদিকদের বলেন, বিষয়টি সুরাহা হয়ে গেছে।
এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার তাফহিম আহমেদ রিফাত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, ঘটানস্থলে পুলিশ পৌঁছার পর তারা নিজেরাই বিষয়টি মীমাংসা করে ফেলেন। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।