লেনোভোর থিংকপ্যাড সিরিজে নতুন ডিভাইস এক্স১ উন্মোচন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : থিংকপ্যাড সিরিজে নতুন ডিভাইস উন্মোচন করেছে লেনোভো। থিংকপ্যাড এক্স১ ফোল্ড নামে এটি বাজারে আনা হয়েছে। এতে ১৬ ইঞ্চির ভাঁজযোগ্য ডিসপ্লে রয়েছে। প্রতিষ্ঠানের তথ্যানুযায়ী, ফোল্ডেবল কম্পিউটারে ২২ শতাংশ বড় ওলেড ডিসপ্লে, ২৫ শতাংশ সরু চেসিস ও বেজেল দেয়া হয়েছে। খবর গ্যাজেটস নাউ।

বছরের চতুর্থ প্রান্তিক থেকে ২ হাজার ৪৯৯ ডলারে যুক্তরাষ্ট্রের বাজারে উইন্ডোজ ১১ সংবলিত থিংকপ্যাড এক্স১ ডিভাইসটি পাওয়া যাবে। তবে বিশ্বের অন্যান্য বাজারে বিশেষ করে এশিয়ায় এটি কবে নাগাদ আনা হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

ডিভাইসটিকে ভাঁজযোগ্য ১৬ দশমিক ৩ ইঞ্চির ডলবি ভিশন ওলেড ডিসপ্লে প্যানেল রয়েছে। যার রেজল্যুশন ২০২৪–২৫৬০ পিক্সেল, আসপেক্ট রেশিও ৪:৩। ভাঁজ করা অবস্থায় ডিসপ্লেটি ১২ ইঞ্চিতে পরিণত হয়। ডিভাইসটি দিয়ে বিভিন্ন শো, চলচ্চিত্র স্ট্রিম করা যাবে। থিংকপ্যাড এক্স১ ফোল্ডে ইন্টেল ভি প্রো, ইন্টেল ইভো ডিজাইনসংবলিত ১২তম প্রজন্মের কোর আই৭ প্রসেসর পর্যন্ত ব্যবহার করা যাবে। এতে এক টেরাবাইট পিসিআইই জেন ৪ এসএসডি স্টোরেজ রয়েছে এবং এতে ৩২ জিবি এলপিডিডিআর৫ র্যাম ব্যবহার করা যাবে।

ডিভাইসটিতে ফুল সাইজ ব্যাকলিট থিংকপ্যাড কি-বোর্ডও রয়েছে। অডিওর জন্য থিংকপ্যাডটিতে ডলবি অ্যাটমস ৩ স্পিকার সিস্টেম রয়েছে। এছাড়া ডলবি ভয়েস ফিচারযুক্ত চারটি মাইক্রোফোন রয়েছে। এতে ৪৮ ওয়াট আওয়ারের ব্যাটারি ও ৬৫ ওয়াটে এসি র্যাপিড চার্জিং প্রযুক্তি রয়েছে।