
আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের জুবাইল এলাকায় মো. আল আমিন হোসেন নামের এক প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে নির্মাণাধীন একটি ভবনের নিচতলা থেকে মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে মরদেহ স্থানীয় মাউনেট হাসপাতালের মর্গে আছে। নিহতের বাড়ি কুমিল্লা জেলার কালিরবাজার থানার গিলাতলী গ্রামে। বাবার নাম মো. শাহজাহান।
সহকর্মীরা জানান, আল আমিন ৬ বছর আগে লেবানন আসেন। সে জুবাইল এলাকার একটি রুমে থাকতেন। মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তার সহকর্মীরা নিখোঁজের সংবাদটি বৈরুত দূতাবাস ও স্থানীয় পুলিশ স্টেশনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার পরেও তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।
দুপুরে জুবাইলের নির্মাণাধীন একটি ভবনের নিচতলা থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এটা আত্মহত্যা নাকি হত্যা এ বিষয়ে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছে। বৈরুত দূতাবাসও তার মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।