Advertisement
আন্তর্জাতক ডেস্ক : ইসরাইলের একটি ড্রোন লেবাননের আকাশসীমায় বিধ্বস্ত হয়েছে। লেবাননের দক্ষিণ সীমান্তে তৎপরতা চালাতে গিয়ে ড্রোনটি বিধ্বস্ত হয়েছে বলে ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে।
ইসরাইলি বাহিনী দাবি করছে, লেবাননের ভূখণ্ডে তাদের ড্রোন বিধ্বস্ত হলেও এ থেকে কোনো ধরনের তথ্য ফাঁস হয়ে যায়নি। এদিকে দেশটির গণমাধ্যম দাবি করেছে- প্রযুক্তিগত ত্রুটির কারণে ড্রোনটি বিধ্বস্ত হয়েছে।
এর আগে গতকাল দিনের প্রথমভাগে লেবাননের সামরিক বাহিনী জানিয়েছিল, ইসরাইলের কয়েকটি ড্রোন দেশের দক্ষিণ অংশে প্রবেশ করেছে এবং দুই দিনে অন্তত ২৯ বার আকাশসীমা লঙ্ঘন করেছে।
ইসরাইল বলছে, লেবাননের হিজবুল্লাহর পক্ষ থেকে হুমকি বেড়ে যাওয়ার কারণে উত্তর সীমান্তে তারা সেনা মোতায়েন জোরদার করেছে। এরপর লেবাননের আকাশসীমায় ইসরাইলি ড্রোনের দফায় দফায় অনুপ্রবেশের খবর বের হলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।