Advertisement

জুমবাংলা ডেস্ক : বৈরুত বিস্ফোরণের পর লেবাননে আটকে পড়া ৭৩ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। সকালে তাদের নিয়ে ঢাকায় অবতরণ করে বাংলাদেশ বিমান বাহিনীর ‘সি১৩০-জে’ পরিবহন বিমান।
রবিবার বিমানটি লেবাননে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে গিয়েছিল। ১২ সদস্যের এয়ার ক্রুর সমন্বয়ে গঠিত এই মিশনের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী।
প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় জনগণকে সহায়তার জন্য জরুরি চিকিৎসা সামগ্রীসহ একজন চিকিৎসকও পাঠায় বাংলাদেশ। ফেরার পথে আটকেপড়া বাংলাদেশিদের নিয়ে আসে বিমানটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



