রিয়াল মাদ্রিদের পয়েন্ট হারানোর দিনে দারুণ এক জয় পেয়েছে বার্সেলোনা। সেল্টা ভিগোর মাঠে অনুষ্ঠিত লা লিগার ম্যাচে ৪-২ গোলে জয় তুলে নেয় জাভি হার্নান্দেজের দল। দলের হয়ে হ্যাটট্রিক করেন পোলিশ তারকা রবার্ট লেভানডোভস্কি।
রবিবার রাতে এস্তাদিও আবানকা বালাইদোসে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সেলোনা। ম্যাচের ১০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন লেভানডোভস্কি। কিন্তু পরের মিনিটেই সমতায় ফেরে স্বাগতিক সেল্টা ভিগো। ইগলাসিয়াসের পাস থেকে গোল করেন সার্জিও ক্যারেরা।
এরপর ৩৭তম মিনিটে আবারও গোল করেন লেভানডোভস্কি, নিজের জোড়া গোল পূর্ণ করেন। তবে ৪৩তম মিনিটে ইগলাসিয়াস নিজেই গোল করে সেল্টাকে দ্বিতীয়বারের মতো সমতায় ফেরান।
তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগে আবারও এগিয়ে যায় বার্সেলোনা। যোগ করা সময়ে কিশোর ফরোয়ার্ড লামিন ইয়ামাল গোল করে প্রথম হাফে ৩-২ ব্যবধানে লিড এনে দেন কাতালানদের।
বিরতির পর আর ঘুরে দাঁড়াতে পারেনি সেল্টা ভিগো। ৭৩তম মিনিটে লেভানডোভস্কি তার হ্যাটট্রিক সম্পন্ন করে বার্সেলোনার বড় জয় নিশ্চিত করেন।
এই জয়ের ফলে ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। অন্যদিকে সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে আছে সেল্টা ভিগো।
ঐক্যবদ্ধ থাকতে হবে, নইলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে: শামা ওবায়েদ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



