বাংলাদেশ জাতীয় দলের তারকা হামজা চৌধুরী চার মৌসুম পর গোল করলেন লেস্টার সিটির জার্সিতে। কারাবাও কাপের প্রথম রাউন্ডে হেডার্স্ফিল্ডের বিপক্ষে ঘরে মাঠে বুধবার রাতে লেস্টারের খেলা অতিরিক্ত সময়ে শেষ হয়। নতুন মৌসুমের প্রথম ম্যাচে টাইব্রেকারে লেস্টার হেরে যায় ৩-২ ব্যবধানে।
ম্যাচের প্রথমার্ধ থাকে গোলশূন্য। দ্বিতীয়ার্ধে হামজার ৫৪ মিনিটে ভলি শট লক্ষ্যভেদ করে ঢুকে যায় হেডার্স্ফিল্ডের জালে। হামজার গোলে লেস্টার এগিয়ে যায়। ৬৫ মিনিটে ড্যানিয়েল ভল্ট লেস্টারের জালে বল জড়ান।
সমতার তিন মিনিট পরই ব্যবধান গড়ে লেস্টার। ইংলিশ মিডফিল্ডার হ্যারি উইঙ্কস ৬৮ মিনিটে হেডার্স্ফিল্ডের জালে বল জড়ান, আবারও এগিয়ে যায় লেস্টার। ৭৬ মিনিটে লেস্টারের জালে দ্বিতীয় গোল জড়ান ক্যামেরন আশিয়া। ২-২ ব্যবধানে খেলা দ্বিতীয়ার্ধ শেষে গড়ায় টাইব্রেকারে।
পুরো ম্যাচে বল দখলে এগিয়ে ছিল লেস্টার। লক্ষ্যে তিন শট নিয়ে দুটিতে সফল হয়েছে তারা।
লেস্টারের হয়ে সর্বশেষ হামজা গোল পেয়েছিলেন ২০-২১ মৌসুমে উয়েফা ইউরোপা লিগে। গ্রুপপর্বে এইকে এথেন্সের মাঠে গোল পেয়েছিলেন। লেস্টারের হয়ে বাংলাদেশি তারকা এপর্যন্ত খেলেছেন ১৩২ ম্যাচ। ফক্সদের হয়ে ৬,৩২৭ মিনিট খেলে তিন গোল করেছেন, পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৪ গোল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।