জুমবাংলা ডেস্ক : মারধরের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন চালাচ্ছেন না লোকোমাস্টাররা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ রবিবার সকাল থেকে শাটল ট্রেন চলবে বললেও ট্রেন চলা শুরু না হওয়ায় শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। তবে শিক্ষার্থীদের ক্লাস, পরীক্ষা ও তাৎক্ষণিক সমস্যা বিবেচনায় নিয়ে আটটি বাসের ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা ট্রেন চলাচলের বিষয়ে কাজ করছি। শিক্ষার্থীদের জন্য আটটি বাস বরাদ্দ রাখা হয়েছে। সকাল ৯টায় পাঁচটি ষোলশহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে গেছে। আর তিনটি একই সময়ে বটতলী থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে গেছে। ক্লাস-পরীক্ষা যথাসময়ে হবে।’
এর আগে গত বৃহস্পতিবার শাটল ট্রেন দুর্ঘটনাকে কেন্দ্র করে ট্রেনের লোকোমাস্টারদের মারধর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। একপর্যায়ে ট্রেন স্টেশনে রেখেই দুই লোকমাস্টার ও গার্ড পালিয়ে যান। এরপর থেকে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শাটল ট্রেন না চালানোর সিদ্ধান্ত নেন লোকমাস্টাররা।
পরবর্তীতে শনিবার রাতে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা দেয়, রবিবার থেকে নিয়মিত সময়সূচিতে শাটল ট্রেন চলবে। কর্তৃপক্ষের এমন ঘোষণার পর শিক্ষার্থীরা সকাল থেকে রেলস্টেশনে আসতে শুরু করেন। এসে দেখেন ট্রেন চলছে না।
চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবিদুর রহমান বলেন, ‘আমরা ট্রেন চলাচলের চেষ্টা করছি। আশা করি আলোচনার মাধ্যমে বিষয়টি অল্প সময়ের মধ্যে সমাধান হবে।’
ঢাবি’র বিশেষ সমাবর্তনে সোয়া কোটি টাকা প্রদান করল ইসলামী ব্যাংক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।