আন্তর্জাতিক ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের সান ফ্রান্সিসকো সদর দপ্তরে শতাধিক জিনিসের নিলাম শেষ হয়েছে। বিবিসি জানিয়েছে, নিলামে টুইটারের জনপ্রিয় পাখির লোগো সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে।
নিলামে লোগোর পাখিটি বিক্রি হয়েছে এক লাখ ডলার বা ৮১ হাজার পাউন্ডে। বাংলাদেশি মুদ্রায় যা এক কোটি ছয় লাখ ৭৬ হাজার ১৩০ টাকা।
নেটিজেনরা বলছেন, টুইটারের ওই কার্যালয়ের কিছু জিনিসপত্র অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে। বাজারে কিনতে গেলে ওইসব জিনিসের দাম অনেক কম। অথচ ব্যবহৃত জিনিসের দাম নিলামে বেশি ধরা হচ্ছে।
গত বছর ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেওয়ার পর এর মালিক ইলন মাস্ক প্রতিষ্ঠানটির খরচ কমানোর দিকে নজর দিয়েছেন। তারই অংশ হিসেবে ওইসব জিনিস বিক্রি করে দেওয়া হলো।
টুইটার কিনে নেওয়ার পর কম্পানির প্রায় সাড়ে সাত হাজার কর্মীর অর্ধেককে ছাঁটাই করেছেন ইলন মাস্ক। তিনি টুইটারের অনেক সুবিধাও বন্ধ করে দিয়েছেন। তার মধ্যে রয়েছে বিনা মূল্যের খাবার।
নিলামের ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি নিলামকারী প্রতিষ্ঠান। তবে বিক্রি হওয়া কিছু জিনিসের ব্যাপারে তথ্য জেনেছে বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯০ সেন্টিমিটার বা ৬ ফুট আকারের @ প্রতীক নিলামে বিক্রি হয়েছে প্রায় ১৫ হাজার ডলারে।
কনফারেন্স কক্ষের কাঠের টেবিল সাড়ে ১০ হাজার ডলারে বিক্রি হয়েছে। কার্যালয়টির সাবেক কফি বারের মেশিন বিক্রি করা হয়েছে ৩০ হাজার ও সাড়ে ১৩ হাজার ডলারে। এমনকি কনফারেন্সরুমের স্পিকার বিক্রি করা হয়েছে ৩০০ ডলারে।
সূত্র : বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।