জুমবাংলা ডেস্ক : নড়াইলের লোহাগড়ায় জহিরুল ইসলাম রেওয়ান (৩০) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দিঘলিয়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
রেজওয়ান দিঘলিয়া গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় রেজওয়ান দিঘলিয়া চৌরাস্তা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাহিত্য বিষয়ক সম্পাদক রুপক মুখার্জী জানান, রেওয়ান দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।