Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোতে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে গেছে। এসব আক্রান্তের অর্ধেকের বেশি ঘটেছে ব্রাজিলে। এ অঞ্চলের দেশগুলোর সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানায়।
পরিসংখ্যান অনুযায়ী, এ অঞ্চল হচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর অন্যতম।
এ অঞ্চলে করোনাভারাসে এ পর্যন্ত ৪০ লাখ ৪০ হাজার ৯২৫ জন আক্রান্ত হয়েছে এবং ১ লাখ ৭২ হাজার ৮৮৬ জন প্রাণ হারিয়েছে। যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে উঠে আসা দেশ কেবলমাত্র ব্রাজিলেই ২২ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।