স্পোর্টস ডেস্ক: ফ্যাবিয়ান রুইজের শেষ মুহুর্তের গোলে স্বাগতিক ল্যাৎসিওকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরি এ লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে নাপোলি।
রোববার রোমের স্তাদিও অলিম্পিকোয় অনুষ্ঠিত ম্যাচের ৯৪ মিনিটে জয়সুচক গোলটি করেন রুইজ। ফলে গোল ব্যবধানে এসি মিলানকে টপকে শীর্ষস্থান দখল করেছে নাপোলি। ম্যাচের ৬২ মিনিটে লরেঞ্জো ইনসিগনের গোলে লিড পায় সফরকারী দল। তবে শেষ বাঁশি বাজার মাত্র দুই মিনিট আগে অসাধারণ এক ভলিতে গোলটি পরিশোধ করেন পেড্রো। এতেই ম্যাচটি ড্র হতে যাচ্ছিল বলেই ধরে নিয়েছিল ল্যাৎসিও।
গত বৃহস্পতিবার ইনসিগনে ক্লাবের হয়ে গোল করলেও সমর্থকদের দুয়োধ্বনিতে সেটি চাপা পড়ে যায়। কারণ ইউরোপার ওই ম্যাচে বার্সেলোনার কাছে ৪-২ গোলে পরাজিত হয়েছির নাপোলি। খেলা শেষে বার্সেলোনার কাছে হারের পর সমালোচকদের সমালোচনার প্রতিবাদ জানিয়ে নাপোলি কোচ লুসিয়ানো স্পালেত্তি বলেন,‘ সবাই দলটির সমালোচনা করে বলেছিলেন, এর কোন চরিত্র নেই। আমি এখন দেখতে চাই তারা কি বলে।
খেলোয়াড়রা দূর্বল চিত্তের এবং কোন চরিত্র নেই বলে সমালোচনা করে দলের চতুর্দিকে খারাপ একটি আবহ সৃস্টি করেছিল তারা। এখন বলুন, আজ রাতে তাদের চরিত্র ছিল, নাকি ছিল না?’
গতকাল অনুষ্ঠিত লিগের আরেক ম্যাচে টামি আব্রাহামের ইনজুরি টাইমের (৯০+৯ মি.) পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে স্পেজিয়ার বিপক্ষে জয়লাভ করেছে রোমা। খেলা শেষে আব্রাহাম বলেন,‘ আমি এখনো ভাষা খুঁজে পাচ্ছি না। জানিনা আজ এখানে কি ঘটেছে। বল কোনভাবেই পোস্টে রাখতে পারছিলাম না। আমরা চেস্টা করেছি। আমি নিজেও লাইনে থেকে চেস্টা করেছি। কিন্তু গোল করতে পারিনি। তবে গুরুত্বপুর্ন বিষয় হচ্ছে আমরা শেষ পর্যন্ত গোল করতে পেরেছি। শেষ পর্যন্ত তিনটি পয়েন্ট লাভ করেছি।’
দিনের অন্য লীগ ম্যাচে কাগলিয়ারি ২-১ গোলে তুরিনোকে এবং ভেরোনা ৩-১ গোলে ভেনেজিয়াকে পরাজিত করেছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।