স্পোর্টস ডেস্ক : নিউ জিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ অনূ-১৯ দল। টপ অর্ডারের ব্যর্থতার দিনে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে পারেননি মিডল ও লোয়ার অর্ডারের কেউই। কিন্তু বোলাররা লড়ছেন প্রাণপণ। তাতে লড়াইটা জমজমাট হলেও ম্যাচ বের করে নিয়েছে কিউই যুবারা।
টপ অর্ডারে ব্যর্থতার মিছিলে থিতু হয়েও ইনিংস লম্বা করতে পারেননি আকবর আলী, তৌহিদ হৃদয়, শামিম পাটোয়ারিরা। এতে করে বুধবার (১৫ জানুয়ারি) জোহেন্সবার্গে যুব বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল অল আউট হয় মাত্র ১১২ রানে।
উল্লেখ করার মত বিষয় হল, ১১৩ রান করতেও ৬ উইকেট হারাতে হয়েছে কিউইদের।
ব্যাটিং ইনিংসের শুরুতে স্কোর বোর্ডে ২৩ রান তুলতেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। দলের এমন ভরাডুবিতে প্রতিরোধ গড়েন তৌহিদ হৃদয়। কিন্তু ৩৬ রানেই থেমে যায় তার ইনিংস। আকবর আলি ফেরেন ৪৫ বলে ২৩ রান করে। আর শামিম পাটোয়ারি ২৫ বল থেকে তুলে নেন ২০ রান।
মামুলি লক্ষ্যে খেলতে নেমে শরিফুল ইসলামের বলে শুরুতেই ওপেনার ওলিভার হোয়াইটকে হারালেও ভালোভাবেই এগুচ্ছিল কিউইদের ইনিংস। কিন্তু আচমকাই সেখানে বাঁধ সাধেন অনিয়মিত বোলার তানজিদ হাসান তামিম। ঝড়ো গতিতে তিন উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে খেলায় ফেরান তিনি। উইকেটের দেখা পান রকিবুল হাসানও।
১ উইকেটে ৪৮ থেকে ১৫ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে নিউ জিল্যান্ডের যুবারা। তবে অধিনায়ক জেসি টেশকফ আর কুইন শুনডে মিলে বিপদ পার করে তাদের দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।