আপনার স্মৃতিতে সবচেয়ে পুরোনো পোশাকটির আয়ু হয়তো কয়েক দশকের। কিন্তু কল্পনা করুন! স্পেনের এক নিভৃত গুহায় শ্মশ্রুধারী শকুনের বাসা থেকে বিজ্ঞানীরা উদ্ধার করেছেন প্রায় ৬৭৫ বছরের পুরোনো একজোড়া স্যান্ডেল, যা কালের সাক্ষী হয়েও আশ্চর্যজনকভাবে অক্ষত! এই আবিষ্কার যেন আমাদের সময়ের ধারণাকেই প্রশ্ন করে বসল, যা বিজ্ঞানীদের মনে সৃষ্টি করেছে এক গভীর বিস্ময় ও কৌতূহলের রহস্য।
স্প্যানিশ ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের পরিবেশবিদ অ্যান্টনি মার্গালিদা জানান, দক্ষিণ স্পেনের পাহাড়ে অবস্থিত বিপন্ন প্রজাতির বেয়ারডেড শকুনের একটি পরিত্যক্ত বাসা থেকে তারা এই অবিশ্বাস্য নিদর্শনগুলো উদ্ধার করেছেন। তিনি বলেন, এই আবিষ্কার কোনো টাইম ক্যাপস্যুল থেকে কোনো অংশে কম নয়।
মার্গালিদা ও তার সহকর্মীরা গত এক দশকেরও বেশি সময় ধরে এই শকুনের বাসাগুলো নিয়ে গবেষণা করছেন। সম্প্রতি ‘ইকোলজি’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় তারা জানান, এই শকুনগুলো মানুষের তৈরি জিনিস সংগ্রহ ও সংরক্ষণের এক দারুণ অভ্যাস রয়েছে। মনে হচ্ছে, যেন তারা প্রকৃতির মধ্যেই এক আর্কাইভ বা সংগ্রহশালা গড়ে তুলেছে।
উদ্ধার হওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে ঘাসের দড়ি দিয়ে তৈরি স্যান্ডেলের অবশিষ্টাংশ, একটি প্রাচীন বর্শার ডগা, এবং রঙ করা চামড়ার একটি টুকরা। মার্গালিদা বলেন, এই জিনিসগুলো এত ভালো অবস্থায় থাকতে পারে এমনটা আমরা ধারণা করতে পারিনি। কিছু জিনিসের বয়স নির্ধারণ করে দেখা গেছে, সেগুলো ত্রয়োদশ শতাব্দীর পুরোনো।
বিজ্ঞানীরা বলছেন, শকুনরা তাদের বাসা পাহাড়ের গুহার মধ্যে তৈরি করে। এই গুহার স্থির তাপমাত্রা এবং আর্দ্রতা জুতো বা কাপড়ের টুকরার মতো নানা জিনিস সংরক্ষণ করতে সাহায্য করেছে। সম্ভবত এসব জিনিস বাসা তৈরিতে উপকরণ হিসেবে ব্যবহৃত হয়েছিল। মার্গালিদার মতে, এটি একরকম প্রাকৃতিক জাদুঘরের মতো।
টানা ৭ দিন ধরে পৃথিবীর দীর্ঘতম ফুটবল ম্যাচ চলেছিল, গোল হয় ৩৬২৭টি
উল্লেখ্য, ইউরোপের বেশিরভাগ অংশে এই প্রজাতির শকুনদের নির্মমভাবে শিকার করে বিলুপ্ত করা হয়েছিল। এমনকি স্প্যানিশ সরকার ১৯৫০ সাল পর্যন্ত এদের শিকার করার জন্য লোকেদের অর্থও দিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।