শকুন্তলমের ফার্স্টলুকে মোহনীয় সামান্থা

সামান্থা রুথ প্রভু

বিনোদন ডেস্ক : ‘শকুন্তলম’ ছবিতে দেখা যাবে আলোচিত অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে। আজ সোমবার ছবিতে নিজের ফার্স্ট লুক টুইটারে প্রকাশ করেছেন তিনি। ফার্স্ট লুকে দেখা গেছে বনের মধ্যে পাথরে বসে আছেন সামান্থা, পরনে সাদা শাড়ি, সঙ্গে পরেছেন ফুলের গয়না। তার আশেপাশে ময়ূরসহ বনের নানা পাখি, জীবজন্তু।

সামান্থা রুথ প্রভু

হিন্দু পুরাণ অনুযায়ী, ঋষি বিশ্বামিত্র ও অপ্সরা মেনকার সন্তান শকুন্তলা ছিলেন রাজা দুষ্মন্তের স্ত্রী এবং রাজা ভরতের মা। শকুন্তলার উপাখ্যান বর্ণিত হয়েছে মহাভারতে। বনের মধ্যে অপরূপা শকুন্তলাকে দেখেই প্রেমে পড়ে যান দুষ্মন্ত। তারা বিয়ে করেন।

সন্তান ভরতের জন্মের পর আবারও ফিরে আসবেন এ প্রতিশ্রুতি দিয়ে জরুরি কাজে রাজধানীতে ফিরে যান দুষ্মন্ত। কিন্তু এক ঋষির দেওয়া অভিশাপের কারণে দুষ্মন্ত শকুন্তলাকে ভুলে যান। পরে ভাগ্য আবারও দু’জনকে একত্রিত করে। কালিদাস তার অভিজ্ঞানশকুন্তলম্ নাটকে এই কাহিনিটি নাট্যায়িত করেছেন।

স্যামসাং গ্যালাক্সি এস২২ প্লাস ৫জি স্মার্টফোন

‘শকুন্তলম’ ছবিটি পরিচালনা করেছেন গুনাশেখর, প্রযোজনা করেছেন নীলিমা গুনা। ছবিতে নিজের চরিত্র নিয়ে সামান্থা রুথ প্রভু বলেছেন, তিনি ব্যতিক্রম সব ছবিতে কাজ করতে চান। তিনি আগে আগে যেসব চরিত্রে অভিনয় করেছেন সেসব চরিত্রে আর কাজ করতে চান না।

তিনি ফ্যামিলি ম্যান সিরিজে যেমন চরিত্রে অভিনয় করেছেন শকুন্তলম ছবিতে তার চরিত্রটি পুরো উল্টো। এখানে সবচেয়ে সুন্দরভাবে তাকে উপস্থাপন করা হয়েছে। এজন্য তাকে অনেক কষ্ট করতে হয়েছে।