এ বছরের ডিসেম্বরে xiaomi 13 pro স্মার্টফোনটি মার্কেটে রিলিজ হতে যাচ্ছে। পাশাপাশি শাওমির ১৩ এর স্ট্যান্ডার্ড ভার্সন চায়নার বাজারে আসতে যাচ্ছে। তবে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্স জানিয়েছে যে, চায়নার পাশাপাশি খুব দ্রুত শাওমির এই স্মার্টফোন ভারতের মার্কেটে আসবে।
শাওমি ১৩ স্মার্টফোনে জনপ্রিয় কোয়ালকোম স্ন্যাপড্রাগন এইট জেন টু চিপসেট ব্যবহার করা হবে। পাশাপাশি এই হ্যান্ডসেটের পেছনে তিনটি ক্যামেরা লেন্স ইন্সটল করা থাকবে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্স এর ওয়েবসাইটে শাওমি ১৩ ভ্যানিলা ভার্সনের একটি মডেল নাম্বার উল্লেখ করা হয়।
ওই হ্যন্ডসেটের মডেল নাম্বার ছিল ২২১০১৩২জি। তবে ডিভাইসের স্পেসিফিকেশন নিয়ে বিস্তারিত তথ্য সেখানে দেওয়া ছিল না। তবে মনে হচ্ছে ভারতের মার্কেটে ভবিষ্যতে স্মার্টফোনটি রিলিজ পেতে যাচ্ছে। যারা শাওমি ১৩ হ্যান্ডসেটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য এটি নিঃসন্দেহে সুখবর।
যদি এ বছরের ডিসেম্বরে চায়নার মার্কেটে শাওমি ১৩ রিলিজ হয় তাহলে ভারতের মার্কেটে এটি আসতে কয়েক মাস সময় নিতে পারে। ভারতের মার্কেট আসলেও তা ২০২৩ সালের পূর্বে সম্ভব নয়।
শাওমি ১৩ মোবাইল ফোনে কোয়ালকমের শক্তিশালী চিপসেট ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি এই হ্যান্ডসেটে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ ইনস্টল করা থাকবে।
শাওমির এই স্মার্টফোনটিতে ৬.২ ইঞ্চের ডিসপ্লে দেওয়া থাকবে। এমোলেড প্যানেলের ফুল এইচডি স্ক্রিন স্মার্টফোনের সাথে আপনি পেয়ে যাবেন। ১.৫কে রেজুলেশনের ডিসপ্লে দেওয়া থাকবে xiaomi 13 হ্যান্ডসেটে।
ধারণা করা হচ্ছে মেইন ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সেল। এন্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম দ্বারা স্মার্টফোনটি পরিচালিত হবে। শাওমির নিজস্ব এমআইইউআই ১৪ কাস্টমাইজড সিস্টেম আপনি শুরু থেকেই ব্যবহার করতে পারবেন।
স্মার্টফোনের ডিসপ্লেতে পাঞ্চ হোল ক্যামেরার ডিজাইন দেখতে পারবেন। এবার নতুন স্মার্টফোনে ক্যামেরা মডিউলের সাইজে বৈচিত্র্য আনা হয়েছে। বর্গাকৃতির ক্যামেরা আইসল্যান্ড ডিজাইন দেখতে পাওয়া যাবে স্মার্টফোনের পেছনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।