ফোল্ডেবল স্মার্টফোনের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। এ জায়গায় বর্তমানে নেতৃত্ব দিচ্ছে samsung এবং huawei। এখন অপো নতুর করে ফোল্ডেবল ও ফ্লিপ স্মার্টফোন বাজারে ছাড়ার জন্য প্রস্তুতি দিচ্ছে।
oppo find n2 এবং oppo find n2 ফ্লিপ মডেলের দুটি হ্যান্ডসেট বিশ্বব্যাপী বাজারে রিলিজ হতে যাচ্ছে। আশা করা হচ্ছে ডিসেম্বরের শেষ দিকেই মার্কেটে আসবে এ দুটি স্মার্টফোন।
আইস ইউনিভার্স জানায় যে, অপো ফাইন্ড এন টু হ্যান্ডসেট শুধুমাত্র চায়নার মার্কেটে সীমাবদ্ধ থাকবে না। গ্লোবাল মার্কেটে এই ডিভাইসটি লঞ্চ করা হবে। ইউরোপ ও এশিয়ার মার্কেটে এটি আসবে সেটা একরকম নিশ্চিত।
৪৩০০ মেগাহার্জ এর ব্যাটারি পাওয়ার প্রদান করবে oppo এর ফ্লিপ স্মার্টফোনকে। এ ডিভাইসে ডায়মেনসিটি নয় হাজার বা কোয়ালকম এর চিপসেট ব্যবহার করা হবে। স্মার্টফোনটির ডিসপ্লের সাইজ হবে ৬.৮ ইঞ্চি।
অপোর হ্যান্ডসেটের প্রাইমারি ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সেল এবং সামনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। অন্যদিকে অপো ফাইন্ড এন টু হ্যান্ডসেটে ৭.১ ইঞ্চির প্যানেলের ডিসপ্লে দেওয়া হয়েছে।
এ ডিভাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট প্লাস জেন ওয়ান চিপসেট ব্যবহার করা হবে। স্মার্টফোনটিতে ১২ জিবি র্যাম দেয়া হয়েছে এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ১৩ দ্বারা এটি পরিচালিত হবে।
ধারনা করা হচ্ছে ডিভাইসটির পেছনে তিনটি ক্যামেরা থাকবে। প্রথমটি হবে ৫০ মেগাপিক্সেল, দ্বিতীয়টি ৩৮ মেগাপিক্সেল এবং তৃতীয় ক্যামেরা হবে ৩২ মেগাপিক্সেলের।
oppo find n2 ডিভাইসকে পাওয়ার প্রদান করবে ৪৫২০ মেগাহার্জের ব্যাটারি। সবুজ, কালো ও সাদা রঙের ভেরিয়েন্ট এ মোবাইলটি আপনি বাজারে পেয়ে যাবেন। আনুষ্ঠানিকভাবে অপো এখনো রিলিজ করার ডেট না জানালেও ধারণা করা হচ্ছে যে ডিসেম্বরের শেষের দিকে এ দুটি স্মার্টফোন র্মাকেটে আসবে। oppo fine n2 হ্যান্ডসেটের দাম হতে পারে ৭০ হাজার রুপি ও ৯০ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।