বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাজারে নতুন নতুন ফিচার্স নিয়ে হাজির হচ্ছে নানান সংস্থার বাইক। ফিচার্সের দৌড়ে তাদের মধ্যে লেগে গিয়েছে লড়াই এক একটি সংস্থার বাইকের ফিচার্স ও স্পেসিফিকেশনের লড়াইয়ে কে বাজারে নিজের অস্তিত্ব বেশিদিন টিকিয়ে রাখতে পারবে সেই দৌড়ে সামিল সকলে।
আর তাই হিরো মটোকর্প, রয়্যাল এনফিল্ডের মতন মতন সংস্থা বাজারে এনে চলেছে বাইক। কিন্তু এই দৌড়ে TVS কোথায় এই প্রশ্ন উঠতেই পারে। তবে আপনার জন্য রয়েছে সারপ্রাইজ। কারণ TVS বাজারে নিয়ে আসছে এমন এক বাইক যা দেখে চোখ কপালে উঠতে বাধ্য।
বর্তমানে বাজারে ইন্টারসেপটার, হান্টার বাইকের চল শুরু হয়েছে। কারণ বর্তমানে সবথেকে বেশি চাহিদা ক্রুজার বাইকের। এদিকে রয়্যাল এনফিল্ড আনছে নতুন গাড়ি৷ হার্লে-ডেভিডসনের সঙ্গে জুটি বেঁধে দারুণ বাইক আনছে হিরো। আর এই দৌড়ে সামিল হল TVS। সম্প্রতি জানা গিয়েছে, তারাও একটি দুর্দান্ত ক্রুজার বাইক আনতে চলেছে। ইতিমধ্যে সংস্থার তরফে পেটেন্ট ফাইল করা হয়ে গিয়েছে। বাইকটি নতুন ভাবে তৈরি করা হচ্ছে।
TVS Ronin-কে সামনে রেখে বাইকটি বানাচ্ছে কোম্পানি। TVS Ronin একটি ক্রুজার বাইক হলেও এটি ২২৫ সিসির। যেখানে রয়্যাল এনফিল্ডের ইঞ্জিন ক্ষমতা ৩৫০ সিসি। তাই এবার নতুন ফিচার্স ও উন্নত ইঞ্জিনের বাইক আনতে চলেছে TVS। ক্রুজার বাইকের অর্থ যেটিতে রয়েছে বড় ইঞ্জিন, দারুণ টর্ক, রিল্যাক্স রাইডিং। TVS-এর তরফে যে ক্রুজার বাইকটি আসতে চলেছে তাতে আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক সাসপেনশন, হেডল্যাম্প, মাসকুলার এক্সহস্ট, আপরাইট হ্যান্ডেলবার রয়েছে।
এটির ইঞ্জিন হতে পারে ৫০০ সিসি বা তার বেশি। ২০২০ সালে ১৫০ কোটি টাকা দিয়ে ব্রিটিশ ব্র্যান্ড Norton Motorcycle কেনে TVS। এটি সংস্থার ইতিহাসে সবথেকে বড় বিনিয়োগ। এর থেকে অনেকে মনে করছেন ভারতে বড় কিছু পরিকল্পনা করছে এই সংস্থা।মনে করা হচ্ছে আগামী দিনে ক্রুজার ছাড়াও সংস্থাটি স্ক্র্যাম্বলার ও অ্যাডভেঞ্চার মোটরবাইক লঞ্চ করতে পারে সংস্থা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।