স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ওডিআইতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে ত্রিদেশীয় সিরিজে চমৎকার শুরু করেছে বাংলাদেশ। ২৬২ তাড়া করতে নামা বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেয় উদ্বোধনী জুটিতে তামিম-সৌম্যের ১৪৪। সৌম্য ব্যক্তিগত ৭৩ এবং তামিম ৮০ রানে আউট হওয়ার পর সাকিব ৬১ বলে ৬১ এবং মুশফিকুর রহিম ২৫ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন।
সাকিব-মুশফিকের অবিচ্ছিন্ন ৬৮ রানের জুটি ৩০ বল বাকি থাকতে জয় এনে দেয় বাংলাদেশকে (২৬৪/২)। জয়সূচক বাউন্ডারি আসে সাকিবের ব্যাট থেকে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ৩৪ ও ৩৫তম ওয়ানডের মধ্যে অমিলের চেয়ে মিলই বেশি। সিলেটে ক্যারিবীয় ওপেনার শাই হোপ অপরাজিত ১০৮ রান করেও পরাজিত দলে ছিলেন। কাল ১০৯ রান করেও জয়ের মুখ দেখা হল না তার। তামিম-সৌম্য জুটির মতো বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মুর্তজারও যথেষ্ট অবদান রয়েছে কালকের জয়ে। সিলেটে ৩৪ রানে দুই উইকেট নিয়েছিলেন তিনি।
এই ম্যাচে বাংলাদেশ দলের মাথায় কোনও টেনশন ছিলো না। রান পেয়েছে যথেষ্ট, হাতে উইকেটও ছিল যথেষ্ট। ওভারও ছিল পর্যাপ্ত।
মাশরাফি, সাকিব, তামিম ও সৌম্যর উদ্ভাসিত নৈপুণ্যে এমন চাপহীন দুর্দান্ত জয় আগে কখনও দেখেনি বাংলাদেশ। এ জয় বাংলাদেশ দলের জন্য অনেকদিন অনুপ্রেরণা হয়ে থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।