স্পোর্টস ডেস্ক : সাবেক সুপারস্টার ক্রিকেটারদের নিয়ে এবারও আয়োজন করা হচ্ছে ‘লিজেন্ডস ক্রিকেট লিগ’। ২০ জানুয়ারি থেকে ওমানে অনুষ্ঠিতব্য এই আসরে ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু শচীন নিজেই ঘোষণা করেছেন যে, এবার তিনি লিজেন্ডস লিগে খেলবেন না। কিন্তু এই লিগে অংশ নেওয়া-না নেওয়ার বিষয়টি নিয়ে শচীনের সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় স্বয়ং অমিতাভ বচ্চনের সঙ্গে।
লিগের এক বিজ্ঞাপনী প্রচারে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চন বলছেন যে, শচীন লিজেন্ডস লিগে অংশ নিয়েছেন। এরপর শচীনের সংস্থার মুখপাত্র টুইট করে জানান, ‘লিজেন্ডস লিগে শচীনের অংশ নেওয়া মোটেই সত্যি নয়। আয়োজকদের উচিত, ক্রিকেটপ্রেমী জনগণ এবং মিস্টার অমিতাভ বচ্চনকে ভুল খবর পরিবেশন করা থেকে বিরত থাকা।’ এরপর অমিতাভ বচ্চন পুরনো টুইটের জন্য ক্ষমা চেয়ে ইভেন্টের নতুন প্রমোশনাল ক্লিপ শেয়ার করেন।
বলিউডের এই কিংবদন্তি অভিনেতা টুইটারে লেখেন, ‘সংশোধন, লিজেন্ডস লিগ ক্রিকেটের ফাইনাল প্রোমো। অনিচ্ছাকৃত কোনো ত্রুটির জন্য ক্ষমাপ্রার্থী। অনিচ্ছার কারণে ভুল হয়ে গেছে।’ শচীন না খেললেও লিজেন্ডস লিগে দেখা যাবে যুবরাজ সিং, হরভজন সিং, বীরেন্দ্র শেবাগ, ইরফান পাঠান, ইউসুফ পাঠানদের। এ ছাড়া আছেন- শোয়েব আখতার, মুত্তিয়া মুরালিধরন, চামিন্দা ভ্যাস, সনৎ জয়সুরিয়া, শহিদ আফ্রিদি, শোয়েব মালিকদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।