স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের ১০০টি সেঞ্চুরি মারার রেকর্ড যদি কেউ ভাঙেন তবে বর্তমান ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ভাঙতে পারবেন বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার ব্রেট লি।
ওয়ানডে সেঞ্চুরি করার তালিকায় এক নম্বরে উঠে আসতে কোহলিকে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না বলে ধারণা অনেকের। ব্রেট লি’র মতে শচীনের অবিশ্বাস্য একশো সেঞ্চুরির রেকর্ড ভাঙতে হলে তিনটি জিনিসের প্রয়োজন। আর তা হচ্ছে; প্রতিভা, ফিটনেস ও মানসিক কাঠিন্য।
আর এই তিনটি গুণই কোহলির আছে বলে মনে করেন, অজি পেসার ব্রেট লি। তিনি বলেন, এই তিনটির মধ্যে প্রথমটাকে আমরা হিসেবের বাইরে রাখতে পারি। কোহলির প্রতিভা নিয়ে কোনো সংশয় নেই। যে কারণে প্রতিভা কোনও বাধা হবে না।
লি বলেন, এর পরে আসবে ফিটনেস। কোহলির ফিটনেস নিয়েও কোনো সমস্যা নেই। আমি মনে করি, শচীনের রেকর্ড ভাঙার ক্ষেত্রে সব চেয়ে বড় ব্যাপার হবে ফিটনেস। তিন নম্বরে মানসিক কাঠিন্য। দেশের বাইরেও কঠিন ম্যাচগুলোয় ভালো করা।
তিনি আরও বলেন, শচীনের রেকর্ড ভাঙার জন্য যে গুণগুলোর প্রয়োজন, তা কোহলির আছে। কিন্তু মনে রাখতে হবে আমরা শচীনের কথা বলছি। একজন ‘ঈশ্বর’কে পেছনে ফেলার কথা বলছি। তাই দেখা যাক কী হয়। এখানে আমরা অবিশ্বাস্য সব সংখ্যার কথা বলছি। তবে কোহলি এখন যেভাবে খেলছে, তাতে মনে হচ্ছে সাত-আট বছরের মধ্যে এই রেকর্ড সহজেই ভেঙে দিতে পারবে ও।
প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্যারিয়ারে শচীন ৪৬৩ ওয়ানডে ম্যাচ খেলে সেঞ্চুরি হাঁকান ৪৯টি। সর্বাধিক ওয়ানডে সেঞ্চুরি করার তালিকায় দু’নম্বরেই রয়েছেন কোহলি। ২৪৮ ম্যাচে ভারত অধিনায়কের সেঞ্চুরি সংখ্যা ৪৩টি।
টেস্টেও সর্বাধিক সেঞ্চুরি করার তালিকায় শীর্ষে শচীন ২০০ টেস্টে ৫১ সেঞ্চুরি! আর ৮৬ টেস্টে কোহলির সংগ্রহ ২৭ সেঞ্চুরি। শচীনের একশত সেঞ্চুরি টপকাতে কোহলির দরকার আর ৩০টি সেঞ্চুরি।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.