শতচেষ্টা করেও চুরিতে ব্যর্থ হয়ে ক্ষমা চেয়ে চিঠি লিখে গেলেন চোর!
আন্তর্জাতিক ডেস্ক: গহনার দোকানে চুরির ঘটনা তো প্রতিনিয়ত শোনা যায়; কিন্তু চুরি করতে ব্যর্থ হয়ে ক্ষমা চেয়ে চোরের চিরকুট রেখে যাওয়ার ঘটনা অমাবস্যার চাঁদের মতো। এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের এক গহনার দোকানে। চোর দলের সেই চিরকুটে ‘আমরা দুঃখিত’ এমন লেখাসহ ‘চুন্নু ও মুন্নু’ নামের স্বাক্ষর পাওয়া যায়।
উত্তর প্রদেশের মিরাটের একটি গহনার দোকানে চুরি করতে গিয়ে ব্যর্থ হয় একদল চোর। চুরি করতে কোনো দিক থেকেই চেষ্টায় কমতি রাখেনি তারা। তদন্তকারী পুলিশ জানায়, চুরি করার জন্য দীর্ঘদিন ধরে দোকানের পেছনে ১৫ ফুট দীর্ঘ একটি সুড়ঙ্গ তৈরি করেছিল তারা। পরে সেটি দিয়েই দোকানে প্রবেশ করেছিল চোরেরা।
তবে সুড়ঙ্গ তৈরি করে দোকানে প্রবেশ করতে পারলেও চুরির পরিকল্পনা আর বাস্তবায়ন করতে পারেনি তারা। সঙ্গে নিয়ে যাওয়া গ্যাস কাটার ব্যবহার করে গহনার ভল্ট ভাঙতে একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে ব্যর্থ মনে চিরকুট লিখে দোকান থেকে বের হয়ে যায় চোরেরা।
চুরি করতে ব্যর্থ হলেও সিসিটিভি ফুটেজ সরাতে ভুলেননি তারা। তাই আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে এই চোর দলকে খুঁজতে চেষ্টা করা হচ্ছে বলে ভারতীয় পুলিশ নিশ্চিত করেছে।
সকালে দোকান মালিক দীপক কুমার এই চুরির তদন্তের জন্য পুলিশ ডাকলে আরও একটি হাস্যকর বিষয় সামনে আসে। দেবতার মূর্তির সামনে চুরি করতে অস্বস্তিবোধ করায় কৃষ্ণের মূর্তিকে দেয়ালের দিকে ঘুরিয়ে দিয়েছিল তারা। এ যেন ‘চোরের মুখে রাম নাম’!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।