রাঙ্গুনিয়ায় হাতি শতাধিক গাছপালা ভেঙে ৫০০ মণ আম খেয়ে ফেলেছে

রাঙ্গুনিয়ায় হাতি শতাধিক গাছপালা ভেঙে ৫০০ মণ আম খেয়ে ফেলেছে

জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হাতির পাল হানা দিয়ে শতাধিক গাছপালা ভেঙে ফেলেছে। খেয়ে ফেলেছে বাগানের অন্তত ৫০০ মণ আম। উপজেলার পদুয়া ইউনিয়নের মহিষের বাম এলাকায় মঙ্গলবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

রাঙ্গুনিয়ায় হাতি শতাধিক গাছপালা ভেঙে ৫০০ মণ আম খেয়ে ফেলেছে

ক্ষতিগ্রস্ত বাগান মালিক শামসুল আলম জানান, তিনি মহিষের বাম এলাকায় ৮ একর জমিতে বাণিজ্যিকভাবে আমসহ বিভিন্ন ফলের বাগান করেছেন। সেই বাগানে হানা দেয় অন্তত ১৫টি ছোট-বড় বন্যহাতি। প্রায় তিন ঘণ্টায় তার অন্তত ৬৫টি উন্নত প্রজাতির আমগাছসহ শতাধিক বিভিন্ন ফলদ গাছ ভেঙে নষ্ট করে। খেয়ে সাবাড় করে দিয়েছে অন্তত ৫০০ মণ আম। এতে তার ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

শামসুল বলেন, আগে বছরের নির্দিষ্ট সময়ে হাতির পাল এলেও এখন প্রায় সারা বছরই হানা দিচ্ছে। লাখ লাখ টাকা খরচ করার পর এভাবে যদি ক্ষতির মুখে পড়তে হয়, তবে বাণিজ্যিক বাগান গড়া প্রায় অসম্ভব হয়ে পড়বে। নতুন উদ্যোক্তারাও আগ্রহ হারিয়ে ফেলবেন।

এ ব্যাপারে খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, আমবাগানে বন্যহাতি হানা দেওয়ার খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলে গিয়েছিলেন। বাগান মালিক শামসুল আলমের অনেক গাছপালা ও আম নষ্ট হয়েছে। তিনি যেন ক্ষতিপূরণ পান, সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। হাতির ব্যাপারে সাধারণ মানুষের মাঝে বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখা হয়েছে। লোকালয়ে হাতির তাণ্ডব ঠেকাতে স্থায়ী পদক্ষেপ গ্রহণে বন বিভাগ কাজ করে যাচ্ছে।