জুমবাংলা ডেস্ক : পাবনার ভাঙ্গুড়া উপজেলার রাঙ্গালিয়া গ্রামের আব্দুল মান্নানের বাড়ির বসতঘর থেকে শুক্রবার দুপুরে দু’টি বড় গোখরা সাপ ও শতাধিক বাচ্চা ও ডিম উদ্ধারের খবরে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে গ্রামবাসী আব্দুল মান্নানের বাড়ি থেকে উদ্ধার হওয়া সাপগুলো পিটিয়ে মেরে ফেলেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে আব্দুল মান্নান তার শোবার ঘরের মেঝেতে একটি গর্ত দেখতে পান। কিছুক্ষণ পর তিনি ওই গর্তের আশপাশে কয়েকটি গোখরা সাপের বাচ্চা নড়াচড়া করতে দেখেন। এরপর আতংকে মান্না চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে বাড়ির সদস্য ও এলাকাবাসাীদের ডাকেন। প্রতিবেশীরা লাঠিসোটা, কোদায় নিয়ে ঘরের মেঝে খনন শুরু করে। এসময় গর্তে থেকে শতাধিক সাপের বাচ্চা, দুটি বড় গোখরা সাপ এবং অর্ধশতাধিক ডিম বের উদ্ধার করা হয়। পরে সাপগুলো পিটিয়ে মেরে ফেলেন তারা। নস্ট করে দেন ডিমগুলো।
এদিকে খবর পেয়ে সাপ দেখতে শত শত মানুষের ভিড় জমে যায় মান্নানের বাড়িতে। পরে তাদের বুঝিয়ে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়।
রাঙ্গালিয়া গ্রামের ইউনিয়ন পরিষদের সদস্য শরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আব্দুল মান্নানের পরিবারের সদস্যদের সৌভাগ্য যে কাউকে সাপ দংশন করেনি। গোখরা সাপের বাচ্চাগুলো বড় হলে ওই বাড়ির মানুষসহ এলাকার মানুষের জন্য ভয়ানক বিপদজনক হতো। প্রতিবেশীদের সহযোগিতায় সাপগুলো মারা সম্ভব হয়েছে। এখন কিছুটা হলেও এলাকাবাসীর ভয় ও বিপদ কমেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।