শত্রুতার বিষে মরল পুকুরের ১৩ মণ মাছ

মাছ

জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ হত্যা করেছে দুর্বৃত্তরা। পটিয়ার দক্ষিণ ভূর্ষিতে শেখ রাসেল স্মৃতি পাঠাগারের পাশেই পুকুরটি। এ ঘটনায় পটিয়া থানায় অভিযোগ করেছেন পুকুরের মালিক সমর চক্রবর্তী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হরি রঞ্জন চক্রবর্তীর বাড়ির সমর চক্রবর্তী গংয়ের পুকুরে রবিবার (১১ সেপ্টেম্বর) রাতে কে বা কারা বিষ ঢেলে দেয়।

এতে প্রায় ১৩ মণ মৃত মাছ পুকুরে ভেসে ওঠে। তা দেখতে পেয়ে পটিয়া থানায় অভিযোগ করেন বলে সমর চক্রবর্তী জানান। সমর ও তার পরিবার পুকুরটিতে মাছ চাষের জন্য প্রায় ৫০ হাজার টাকা খরচ করেছিল।

তিনি বলেন, এটা দেশ ও সমাজবিরোধী কাজ। আমাদের পুকুরে রুই, কাতলা, চিতল, তেলাপিয়া, কই ও নেরিটিকাসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ ভাসছে। আমি দুই মাস আগে চিতলসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৫০ হাজার টাকার দুই থেকে তিন শ গ্রাম ওজনের মাছ ছেড়েছিলাম। এখন ছোট-বড় সব মাছ বিষাক্ত পানিতে মরে ভেসে উঠেছে। পূর্বশত্রুতার জের ধরে অনৈতিক ও হিংসাত্মক এই কাজ করা হয়েছে বলে তিনি মনে করেন এবং এর বিচার দাবি করেন।
মাছ
প্রত্যক্ষদর্শী বিকাশ দে ব্যক্তিগত শত্রুতার বশে মাছ মারার মতো কাজকে তীব্র ধিক্কার জানান। তিনি বলেন, আমরা এ ঘটনায় জড়িতদের বিচার চাই। সাবেক ইউপি সদস্য রণধীর চক্রবর্তী বলেন, পুকুরে বিভিন্ন প্রজাতির প্রায় কয়েক লাখ টাকার মাছ মারা গেছে। পাশের পুকুরের পানিও বিষাক্ত হয়ে পড়েছে। পুরো এলাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ। তিনি এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিহির চক্রবর্তী বলেন, দক্ষিণ ভূর্ষিতে রাতের আঁধারে অপরাধী চক্র সক্রিয় হয়ে উঠেছে। তাদের প্রতিরোধ করতে পুলিশের পাশপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে।

এ ব্যাপারে পটিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, দক্ষিণ ভূর্ষিতে পুকুরে বিষ ঢেলে মৎস্য নিধনের একটি অভিযোগ আমরা পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। যত দ্রুত সম্ভব এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

“কি করবো এই কাগজ নামের সার্টিফিকেট দিয়ে?”, চাকরির জন্য আকুতি