লাইফস্টাইল ডেস্ক: আজ শনিবার ৫ মার্চ ২০২২। সারাদিন কেমন কাটবে? কী লেখা আছে আপনার ভাগ্যে? কোনো সুখবর থাকছে কি? এ বিষয়গুলো সম্পর্কে দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চাইলে পড়ুন আজকের রাশিফল।
মেষ: সামাজিক কোনো কাজে সুনাম বাড়তে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। মানসিক চাপের সৃষ্টি হবে। আর্থিক লেনদেন চলবে। সতর্ক থাকুন, কেউ আপনার ভাবমূর্তি নষ্ট করতে পারে। স্পষ্ট ভাষায় কথা বলুন।
বৃষ: সন্তানদের কোনো ভালো খবর পেতে পারেন। শরীর ভালো থাকবে। আনন্দ উপভোগ করবেন। ভ্রমণ ক্লান্তিকর হবে। মুখ সামলে কথা বলবেন, অশান্তি করবেন না। সহযোগী আপনার নামে প্রশংসা করবে। কর্মে আজকে লাভ থাকবে।
মিথুন: বাড়তি উপার্জন হতে পারে। কর্মে একটু নজর দিলেই ভালো। চেষ্টা করবেন কাউকে অমান্য না করার। নতুন কিছু করতে পারেন। অতীতের কথা মনে করবে না। সামনের পথ খুব সুবিধার নয়। অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে।
কর্কট: কোনো ভালো লোকের দ্বারা বিপদ থেকে উদ্ধার। কোনো কারণে আজ আপনার মানহানি হতে পারে। অযথা ঝামেলায় জড়াতে যাবেন না। বোঝানো তাকেই যায় যে বুঝতে চায়। অর্থ নিরাপদ স্থানে সরিয়ে রাখুন। শোনার অভ্যাস করুন। প্রত্যাশা মাফিক ফল স্বপ্নকে বাস্তবায়ন করবে। চাকরিতে বদলির সম্ভাবনা।
সিংহ: বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। বেশি ভাবনায় জড়াবেন না। বরং নিজেকে আরও মেলে ধরুন। অর্থ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। তবে এর প্রতি বেশি সংবেদনশীল হয়ে উঠবেন না। বেশ কিছু কারণে আপনার সম্পর্কগুলো নষ্ট হবে। স্ত্রীর সঙ্গে কেনাকাটা অত্যন্ত উপভোগ্য হবে। নিজের বুদ্ধিতে আইনি সমস্যা থেকে মুক্তি। বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ।
কন্যা: ব্যবসায় সহকর্মীর দ্বারা উপকৃত হতে পারেন। আর্থিকভাবে সবল থাকবেন। ব্যক্তিত্ব ভালো রাখুন। কর্মের জায়গায় কথা বলুন। হতাশায় থাকবেন না। প্রেমে আজকে চোখ কান খোলা রাখুন। প্রেমে নতুন মোড়। আজ ব্যবসায় প্রচুর লাভের আশা রাখতে পারেন। আজ আয়ের সঙ্গে ব্যয় সমান থাকবে। কোনো ভালো কাজে সুনাম পাবেন না। অযথা তর্কে যাবেন না, সমস্যা হতে পারে।
তুলা: আজ কোনো জটিল সমস্যার সামনে পড়তে হতে পারে। প্রেমে নতুন কোনো যোগাযোগ হতে পারে। মনের ইচ্ছা পূর্ণ হওয়ায় আনন্দ। অনেকের ওপর লক্ষণীয় প্রভাব ফেলবেন। আলগা কথাবার্তা বলবেন না। অযথা ঝামেলায় না জড়ালেই ভালো। আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারও কারও জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উচ্ছল মেজাজে রাখবে।
বৃশ্চিক: চাকরির স্থানে সুনাম বৃদ্ধি। ভালো যুক্তি প্রদর্শনের জন্য তর্কে জয়লাভ। নিজেকে আর্থিকভাবে লাভবান রাখুন। কাউকে আশা থেকে মুক্ত হতে দেবেন না। অযথা নিজের মতো এগোবেন না একটু পিছিয়ে দেখুন। ভালোবাসার উপস্থিতি বোধ করবেন। তুচ্ছ ঘটনাকে অনেকেই বড় করে দেখবেন তাই সাবধান।
ধনু: সামাজিক কাজের জন্য চাপ বাড়তে পারে। ঘরের কাজে যত্ন নিন। এমন কিছু করবেন না, যাতে হাপিত্যেশ করতে হয়। বেশকিছু সমস্যা থাকবে। কাউকে ঋণ দিতে ইচ্ছে না হলে দেবেন না। উত্তেজনা থাকবে, পরিবারের সাহায্য থাকবে। সময় থাকবে তবে সন্তুষ্টির কাজ করুন। শত্রুর সঙ্গে আপোস করতে হতে পারে। শিক্ষায় সাফল্য লাভ।
মকর: সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য পাবেন। অতিরিক্ত অর্থ খরচে সংসারে অশান্তি। শরীর ভালো রাখতে হবে। সময়ের সঙ্গে মিলিয়ে কাজ করতে হবে। বড় আর্থিক লেনদেন করবেন না। প্রিয়জনের সঙ্গে বিতর্ক হতে পারে। তাই এড়িয়ে চলুন তাদের। বাজে মেজাজের জন্য আজকে খারাপ পরিস্থিতি হতে পারে।
কুম্ভ: আজ কোনো জায়গা থেকে চাপ আসতে পারে। উৎফুল্ল থাকুন, ভালো সময় আসছে। প্রেমে নতুন করে সুযোগ। বাড়তি কাজ করবেন না। এমন কিছু করবেন না যাতে সম্পর্ক নষ্ট হয়। ব্যক্তিত্ব ভালো রাখুন, বিরক্ত হবেন না। একটি মানুষের জন্য অন্যকে ভুল বুঝবেন না। পার্টনারের থেকে অনেক সুবিধা পাবেন।
মীন: আইন সংক্রান্ত কোনো কাজে জড়িয়ে পড়তে পারেন। দয়ালু স্বভাব খুশির মুহূর্ত বয়ে আনবে। আর্থিক ঝঞ্ঝাট পার হবে। পরিবারের সহায়তায় আজকে অনেক কিছু নতুন লাভ করবেন। সঙ্গীর থেকে অনেক কিছু জানবেন, তবে তার থেকে সাবধান। কর্মক্ষেত্রে খুব শান্ত থাকুন, মতামত দিলে মুশকিল। মুল্যবান সময় নষ্ট করবেন না। বাড়তি কথায় অশান্তি ঘটতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।