জুমবাংলা ডেস্ক : অর্থনীতি বিশ্লেষক ও সাবেক ব্যাংকার মামুন রশিদ দেশের নেতৃত্বস্থানীয় বিটুবি কমার্স প্ল্যাটফর্ম শপআপের প্রেসিডেন্ট হিসেবে যোগ দিয়েছেন। সম্প্রতি শপআপ মামুন রশিদকে তাদের নতুন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শপআপে নতুন দায়িত্বে মামুন রশিদ কোম্পানির জন্য নতুন পুঁজি এবং উচ্চ পারফরম্যান্সের দিকে গুরুত্ব দেবেন। স্থানীয় এবং আন্তর্জাতিক কৌশগত অংশীদারিত্বের ক্ষেত্রে কোম্পানির জন্য ভূমিকা রাখবেন।
মামুন রশিদ তার ৩৭ বছরের কর্মজীবনে সিটিব্যাংক এনএ, ষ্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকসহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সিটিব্যাংক এনএ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। সর্বশেষ তিনি তিনি বাংলাদেশে পিডব্লিউসির ম্যানেজিং পার্টনার হিসেবে দায়িত্ব পালন করেন।
নতুন দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়ায় মামুন রশিদ বলেন, আমি শপআপের ডায়নামিক টিমের সঙ্গে আমার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই যাতে বাংলাদেশি কোম্পানিটিকে আমরা বিশ্ব পর্যায়ে নিতে পারি।’ শপআপের প্রতিষ্ঠাতা এবং সিইও আলীফ জামান মামুন রশিদকে স্বাগত জানিয়েছেন।
আইসিটি খাতে শত কোটি টাকার জামানাতবিহীন ঋণ দেবে নগদ: মোর্শেদ এলিট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।