বিনোদন ডেস্ক : শপথ নেওয়ার একদিন পরই চিত্রনায়ক জায়েদ খানকে বয়কট করেছে চলচ্চিত্রের ১৮ সংগঠন। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ শনিবার থেকে ১৮ সংগঠন থেকে জায়েদ খানকে আনুষ্ঠানিক বয়কট করা হলো। যার ফলে সংগঠনগুলোর কোনো সদস্য জায়েদ খানের সঙ্গে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবে না। বিষয়টি নিয়ে জায়েদ খান বলেছেন, ‘হাইকোর্টের রায় পেয়েই আমি বলেছিলাম- আমার কাজে বাধা সৃষ্টি করতে আরও ষড়যন্ত্র হবে। বয়কটের এই সিদ্ধান্ত তারই অংশ।’
সন্ধ্যায় গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় এই অভিনেতা আরও বলেন, ‘এই সিদ্ধান্ত আমার সাংগঠনিক কাজে কোন প্রভাব ফেলবে না। যে কারণে আমাকে বয়কট করা হয়েছে সেটা খুবই হালকা, আমি এই ব্যাপারে কিছুই জানি না। বয়কট কখন করা হয়; আমি কি কোন সংগঠন বিরোধী কাজ করেছি।
ভোটের দিন অন্যরা প্রবেশ করতে পারবে না এই অনুমতি তো সোহান ভাই (১৮ সংগঠনের আহ্বায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান) উপস্থিত থেকে নিয়েছে, প্রধান নির্বাচন কমিশনারের কাছে শুনে দেখতে পারেন। আমার একার কি এত ক্ষমতা আছে আমি ভোটের দিন অন্য সংগঠনের সদস্যদের প্রবেশ করতে দিব না।’
একইসঙ্গে জায়েদ কান প্রশ্ন রেখে বলেন, ‘ আজকের মিটিংয়ে তো শিল্পী সমিতির কেউ ছিল না; প্রযোজক সমিতিও নেই তাহলে ১৮ সংগঠন কিভাবে হল?’ এর আগে, সন্ধ্যায় এক জরুরি মিটিং শেষে এক বিজ্ঞপ্তিতে জায়েদ খানকে বয়কটের সিদ্ধান্ত জানান চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের আহ্বায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।