Advertisement

জুমবাংলা ডেস্ক : বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মে দাঁড়ানো নীলসাগর ট্রেনের বগিতে তল্লাশী করে ৩০ বোতল ফেনসিডিলসহ নাজমুল হক বঙ্কিম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সান্তাহার রেলওয়ে থানায় তার রিরুদ্ধে একটি মাদক আইনে মামলা হয়েছে। বঙ্কিম দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর আন্ত:নগর এক্সপ্রেস ট্রেনটি সোমবার রাত ১১টায় সান্তাহার জংশন স্টেশনে পৌঁছালে পুলিশ ‘ঝ’বগিতে তল্লাশী চালিয়ে শপিং ব্যাগের মধ্যে রাখা ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী নাজমুল হক বঙ্কিমকে গ্রেপ্তার করা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ওই মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



