Advertisement
শরীয়তপুরের গোসাইরহাটে শুক্রবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে আগুন লেগে ভান্ডারি বেকারি কারখানা সম্পূর্ণভাবে পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ধরা হয়েছে প্রায় ৭ লাখ টাকা। তবে এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস ও মালিক মো. মুকুল সরদার জানিয়েছেন, আগুনের সূত্রপাত হতে পারে বেকারির চুলায় রাখা লাকড়ি বা পাশের বাড়ির রান্নাঘরের চুলা থেকে। ঘটনার সময় কারখানায় একজন কর্মচারী ঘুমিয়ে ছিলেন, যিনি আগুনের তাপে ঘুম ভেঙে চিৎকার দিয়ে বাইরে বের হন। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
মালিক বলেন, রাত ১০টার দিকে তিনি কারখানা থেকে বাড়ি চলে গিয়েছিলেন। ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস কর্মী মিল্টন জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট প্রস্তুত করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।