স্পোর্টস ডেস্ক : আবারও নেতিবাচক সংবাদের শিরোনাম হয়েছেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান উমর আকমল। লাহোরে জাতীয় ক্রিকেট একাডেমিতে বিদেশি ফিটনেস ট্রেনারের সঙ্গে বাজে আচরণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
সূত্র জানিয়েছে, সম্প্রতি লাহোহের ক্রিকেট একাডেমিতে উমরের ফিটনেস পরীক্ষা করতে চান ট্রেনার। এতে রেগে যান ২৯ বছর বয়সী ক্রিকেটার। গায়ের জার্সি খুলে ফেলেন তিনি। ট্রেনারের উদ্দেশে বলেন, আমার শরীরের কোথায় চর্বি দেখান।
পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) বিষয়টি জানিয়েছেন ওই ট্রেনার। পরিপ্রেক্ষিতে কঠোর ব্যবস্থা নিচ্ছে তারা। আগামী ঘরোয়া টুর্নামেন্টে উমরকে নিষিদ্ধ করতে পারে বোর্ড।
এর আগেও শৃংখলাভঙ্গের অভিযোগ ওঠে উমরের বিরুদ্ধে। গেল বছর দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ ও পঞ্চম ওয়ানডের আগে দেরি করে হোটেলে ফেরায় শাস্তি পান তিনি। ম্যাচ ফি ২০ শতাংশ কাটার পাশাপাশি তাকে সতর্ক করে দেয় পিসিবি।
এবার ফিটনেস পরীক্ষা করতে চাওয়ায় ট্রেনারের সঙ্গে বাজে আচরণ করে বসলেন এই ক্রিকেটার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।