সময় দেখার পাশাপাশি শরীরের তাপমাত্রা ও রক্তচাপের তথ্য জানতে অনেকেই স্মার্ট ঘড়ি ব্যবহার করেন। এবার স্মার্ট ঘড়ির আদলে শরীরের তাপমাত্রা ও রক্তচাপের তথ্য জানাতে সক্ষম স্মার্ট ইয়ার রিং বা কানের দুল তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
তাঁদের দাবি, সেন্সরযুক্ত স্মার্ট ইয়ার রিংটি কানের লতি থেকে সংগ্রহ করা তথ্য ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনে পাঠাতে পারে। ফলে সহজে শরীরের তাপমাত্রা ও রক্তচাপের তথ্য জানা সম্ভব।
একবার চার্জে টানা ২৮ দিন চলতে সক্ষম স্মার্ট ইয়ার রিংটির মাধ্যমে স্মার্ট ঘড়ির তুলনায় নির্ভুল তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন নির্মাতারা। তাঁদের দাবি, শরীরের তাপমাত্রা পরিমাপের জন্য হাতের তুলনায় কান বা মাথার অংশ বেশি কার্যকর। তাই এই স্মার্ট ইয়ার রিংটি সঠিক তথ্য জানাতে পারে। শরীরের তাপমাত্রা ও রক্তচাপের পাশাপাশি স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন তথ্যও জানাবে রিংটি।
স্মার্ট ইয়ার রিংটি এখনো পরীক্ষাধীন পর্যায়ে রয়েছে। আর তাই এত ছোট আকারের যন্ত্র কীভাবে চার্জ দেওয়া হবে, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। এমনকি দীর্ঘ সময় স্মার্ট ইয়ার রিংটি ব্যবহার করলে অ্যালার্জিজনিত কোনো সমস্যা হবে কি না, তা–ও জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।