বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে জুটি বেঁধে ‘সিকান্দার’ সিনেমার শুটিং করছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। দু’জনের বয়সের পার্থক্য ৩১ বছর। যে কারণে তাদের জুটি নিয়ে ভক্তদের মাঝেও কম আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়নি।
তবে সেসব আলোচনার তোয়াক্কা করেননি সালমান বা রাশমিকা দু’জনের কেউেই। জোরকদমেই চলছে ‘সিকান্দার’ সিনেমার শুটিং। আর শুটিংয়ের মাঝেই এবার সালমানকে নিয়ে মুখ খুললেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই নায়িকা।
এই সিনেমায় নিজের চরিত্রের বিষয়ে এখনই প্রকাশ্যে কিছু বলতে চান না রাশমিকা। তবে সালমানের সঙ্গে প্রথমবারের মতো কাজ করে মুগ্ধ তিনি। ভাইজানের প্রশংসায় তাই পঞ্চমুখ রাশমিকা।
ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, ‘তার (সালমান) সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। অসাধারণ মানুষ। বলে রাখা ভালো, একেবারে মাটির মানুষ।’
একটি ঘটনার উদাহরণ টেনে রাশমিকা বলেন, ‘শুটিংয়ের সময়ে আমার শরীর ভালো ছিল না। যে মুহূর্তে তিনি এটা জানতে পারলেন, নিয়মিত আমার খোঁজ করতেন এসে। কলাকুশলীদের বলতেন, আমাকে যেন পুষ্টিকর খাবার, গরম জল সব দেওয়া হয়।’
সালমানের ভূয়সী প্রসংশা করতে গিয়ে রাশমিকার মন্তব্য, ‘তিনি সত্যিই খেয়াল রাখতে জানেন। তার ব্যবহারেই নিজেকে বিশেষ মনে হবে। দেশের সবচেয়ে বড় তারকাদের মধ্যে তিনি অন্যতম একজন। তবুও কত বিনয়ী ও মাটির মানুষ সালমান!’
সব মিলিয়ে ‘সিকান্দার’ সিনেমায় কাজ করার অভিজ্ঞতা ভালো অভিনেত্রীর। রাশমিকার কথায়, সিকান্দার নিয়ে আমি সত্যিই উত্তেজিত। এ ছবি আমার কাছে খুবই বিশেষ। কবে আমার অনুরাগীরা এই ছবি দেখবেন, সেই অপেক্ষায় রয়েছি।
মুম্বাই ও হায়দরাবাদের বিভিন্ন জায়গায় সিকান্দার সিনেমার শুটিং হয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে রাশমিকার বহু প্রতীক্ষীত ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’। এছাড়াও আয়ুষ্মান খুরানার বিপরীতে ‘থামা’ ছবির কাজও শুরু করেছেন তিনি।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.