স্পোর্টস ডেস্ক: রজার ফেদেরারের ক্যারিয়ার কত দিন টিকে থাকবে তা নিয়ে নিজেই ভেবেছিলেন ২০০৯ সালে। তবে এক দশক পরেও ৩৮ বছর বয়সী এই সুইস তারকা টেনিস কোর্টে দাপিয়ে বেড়াচ্ছেন।
রজার ফেদেরার আর কতদিন তার ভক্তদের টেনিস উপহার দিবেন এমন প্রসঙ্গে দক্ষিণ আমেরিকায় প্রদর্শনী ম্যাচের আগে এক প্রতিবেদককে বলেন, আমার শরীর যতদিন না পর্যন্ত ক্লান্ত হচ্ছে ততদিন পর্যন্ত খেলে যাবো।
তিনি বলেন, টেনিস খেলা শুরু করার সময়ও কখনো ভাবিনি আমি ৩৫-৩৬ বয়স পর্যন্ত খেলতে পারবো। এখন আমি ৩৮ বছর বয়সে এসেও খেলে যাচ্ছি। এখনও শারীরিকভাবে যথেষ্ট ফিট। টেনিস খেলতেও স্বাচ্ছন্যবোধ করছি। আর তাই এখনই আমি সিদ্ধান্ত নিতে পারছি না যে, কবে টেনিসকে বিদায় জানাবো।
তিনি আরও বলেন, ২০০৯ সালে একবার নিজেকে প্রশ্ন করেছিলাম, কতদিন আমি এই খেলা চালিয়ে যেতে পারবো! দেখুন, ১০ বছর পর এখনও দাপুটে খেলে যাচ্ছি। আমার শরীরও আমাকে উৎসাহ দিচ্ছে এবং সে সময় ১০ বছর পর নিজেকে যেখানে দেখতে চেয়েছিলাম ঠিক সেখানেই এখন আছি। সুত্র: রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।