
শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় বজ্রপাতে পল্লী বিদ্যুৎ সমিতির দুইজন কর্মকর্তার মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২০ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার পূর্বডামুড্যা ইউনিয়নের জয়ালু গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।
শরীয়তপুর পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক মো. জুলফিকার রহমান বলেন, দুপুর ১টার দিকে ডামুড্যা উপজেলার পূর্বডামুড্যা ইউনিয়নের জয়ালু গ্রামে কাজ শেষে ডামুড্যা উপজেলা সদরে আসার সময় এজিএম সাইফুল হক খান ও সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান বজ্রপাতে নিহত হন। উভয়ই পল্লী বিদ্যুতের ডামুড্যায় উপজেলায় কর্মরত ছিলেন। নিহত সাইফুল হক খানের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলায় ও মোস্তাফিজুর রহমানরে গ্রামের বাড়ি যশোর জেলায়।
মরদেহের ময়নাতদন্ত শেষে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মোস্তফা খান জানান, পূর্বডামুড্যা ইউনিয়নের জয়ালু গ্রামের একটি খোলা ঘরে ওই দুইজনকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাদের পর্যবেক্ষণ করে মৃত ঘোষণা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।