জুমবাংলা ডেস্ক: শরীয়তপুর পৌর ঈদগাহ্ ময়দানে রোববার সকাল ৭টায় ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
এ ছাড়াও ২শ’ ২২টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে ঈদগাহ্ সংলগ্ন মসজিদে জামাত করার প্রস্তুতিও রাখা হয়েছে।
শরীয়তপর পৌরসভার মেয়র এ্যাডভোকেট পারভেজ রহমান জন বাসস’কে জানিয়েছেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে জেলার প্রধান ঈদের জামাত আগামীকাল রোববার সকাল ৭টায় শরীয়তপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে জেলার কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানকে প্রস্তুত করা হয়েছে। একসাথে এখানে ৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। পশু কোরবানীসহ ঈদকে নির্বিঘœ করতে জেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।