
জুমবাংলা ডেস্ক: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে আজ বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে শরীয়তপুরের সদর উপজেলার ৯টি ইউনিয়নের ৮১টি কেন্দ্রে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শুরু হয়েছে।
সকাল ৭টা থেকেই ভোটাররা ভোট দিতে কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়েছেন। ভোটকেন্দ্রে উল্লেখযোগ্য সংখ্যক নারী ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩০ জন, সাধারণ সদস্য পদে ২৭৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
উল্লেখ্য ৯টি ইউনিয়নের মধ্যে বিনোদপুর ও চন্দ্রপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হওয়ায় ওই ইউনিয়ন দুটিতে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ভোট গ্রহণ চলছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো: জাহিদ হোসেন বাসস’কে জানান, ভোটারদের শান্তিপূর্ণ ভোট প্রদান নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ ও ১৭ জন আনসার সদস্য মোতায়ন করা হয়েছে। ৯টি ইউনিয়নে ৫টি মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স ও ৩ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে। সাথে রয়েছে র্যাবের টহল টিম। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।