জুমবাংলা ডেস্ক : সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেলেন কবি ও নির্মাতা টোকন ঠাকুর। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে শর্ত সাপেক্ষে তাকে জামিন দিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম আবু নোমান মো. সুফিয়ান সোমবার শুনানি শেষে টোকন ঠাকুরের জামিন মঞ্জুর করেন। ২ হাজার টাকা মুচলেকায় জামিন পেয়েছেন কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুর।
প্রসঙ্গত, রোববার রাত ৮টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডের ভাড়া বাসা থেকে টোকন ঠাকুরকে গ্রেফতার করেছে নিউমার্কেট থানা-পুলিশ। এই কবি ও চলচ্চিত্র পরিচালকের বিরুদ্ধে অভিযোগ, ‘কাঁটা’ শিরোনামে সিনেমা করার কথা বলে সরকারি অনুদান নিয়েছিলেন টোকন ঠাকুর। কিন্তু নির্ধারিত সময়ে সিনেমা জমা দেননি তিনি। কথা সাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পটি নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য ২০১১-১২ অর্থবছরের সরকারি অনুদান পেয়েছিলেন টোকন ঠাকুর।
অনুদানের অর্থ গ্রহণের ৯ মাসের মধ্যে ছবি মুক্তি দেয়ার নিয়ম থাকলেও আট বছরেও তা সম্পন্ন করতে পারেননি তিনি। পরে তার বিরুদ্ধে ২০১৬ সালে জেলা প্রশাসকের কার্যালয়ে মামলা দায়ের করে তথ্য মন্ত্রণালয়। ওই মামলাতেই গত মাসে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।