শাওমি শুধুমাত্র স্মার্টফোন উৎপাদন করে সন্তুষ্ট থাকতে চায় না। সাইবার ওয়ান নামে তাদের নতুন রোবট সবার সামনে আত্মপ্রকাশ করেছে।
শাওমি বেইজিং এ একটি বড় ইভেন্টের আয়োজন করে। সেখানে সবার সামনে তাদের তৈরি করা নতুন রোবট সাইবার ওয়ান আত্মপ্রকাশ করে। শাওমির চিফ এক্সিকিউটিভ অফিসার লে জুনকে এই রোবট স্বাগত জানান এবং ফুল দিয়ে শুভেচ্ছা প্রকাশ করে।
সাইবার ওয়ান প্রমাণ করেছে যে শাওমির তার রোবট নিয়ে যে উচ্চাকাঙ্ক্ষা ছিল তা বাস্তবে রূপ দিয়েছে। শাওমি এখানেই থেমে থাকবে না তা নিশ্চিত করে বলা যায়। রোবট নিয়ে তাদের গবেষণা আরো সামনে প্রসারিত হতে থাকবে।
লে জুন জানান সাইবার ওয়ান এর যান্ত্রিক সক্ষমতা প্রশংসার দাবি রাখে। কৃত্রিম বুদ্ধিমতার উপর ভিত্তি করে এটি পরিচালিত হবে। শাওমির নিজস্ব রোবোটিক ল্যাবে সাইবার ওয়ান বিকশিত হয়েছে। এই রোবটের সফটওয়্যার, হার্ডওয়ার এবং অ্যালগরিদম এর জন্য শাওমি অনেক বিনিয়োগ করেছে।
I was both nervous and thrilled to interact with him on stage. What did you think of his performance tonight? #CyberOne pic.twitter.com/Je1eXDYEGR
— leijun (@leijun) August 11, 2022
মানুষের আবেগকে পড়তে পারার সক্ষমতা আছে সাইবার ওয়ানের। সাইবার ওয়ান এর মধ্যে ভিশন মডিউল সিস্টেম ইনস্টল করা হয়েছে। এর মাধ্যমে ত্রিমাত্রিক স্পেস, ব্যক্তির অঙ্গভঙ্গি এবং অভিব্যক্তি বুঝতে সক্ষম হবে এই রোবট। এটি কেবল শুধু দেখতেই পারবে না বরং আশেপাশের পরিবেশের অবস্থা অনুধাবন করতে সক্ষম হবে।
৮৫ ধরনের পরিবেশ ভিত্তিক শব্দ এবং ৪৫ ধরনের হিউম্যান ইমোশন প্রক্রিয়াজাত করতে সক্ষম সাইবার ওয়ান। কেউ যদি খুশি থাকে এবং কেউ যদি দুঃখিত হয় সেটাও বোঝার সক্ষমতা এই রোবটের। বাস্তব জীবনের নানা কাজ সম্পাদন করতে সক্ষম সাইবার ওয়ান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।