জনপ্রিয় ব্র্যান্ড শাওমি এর চিফ এক্সিকিউটিভ অফিসার Lei Jun সাম্প্রতিক সময়ে এমন এক ঘোষণা দিয়েছে যা ফ্যাক্টরির জগতে নতুন বিপ্লব ঘটাতে প্রস্তুত। বেইজিং এ কোন ধরনের কর্মী বাদেই শুধুমাত্র মেশিনের সহায়তায় পুরো একটি ফ্যাক্টরি পরিচালনা করবে শাওমি।
সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে এক ঘোষণায় প্রধান নির্বাহী কর্মকর্তা জানান যে, তাদের নতুন স্মার্টফোন ফ্যাক্টরি চীনের বেইজিং এ শীঘ্রই উৎপাদনে যাবে। নতুন ফ্যাক্টরিকে ’ডার্ক ফ্যাক্টরি’ হিসেবে নামকরণ করা হয়েছে। এটি দিনে ২৪ ঘন্টা কোনো কর্মীর সহায়তা ব্যতীত কাজ করতে পারবে।
উন্নত ধরনের ’ডাস্ট রিমুভাল টেকনোলজি’ ব্যবহার করা হবে নতুন ফ্যাক্টরিতে। পাশাপাশি এ ফ্যাক্টরিতে সকল মেশিন একতাবদ্ধ হয়ে কাজ করতে সক্ষম। শাওমির স্মার্ট মেশিনের মাধ্যমে নিশ্চিত করা হবে যেন এ ফোনের কোয়ালিটি ঠিক থাকে।
সবথেকে অবাক করার মত বিষয় হচ্ছে যে, এসব মেশিন এতটাই কার্যকর যে তারা এক সেকেন্ডে একটি স্মার্টফোন ম্যানুফ্যাকচার করতে সক্ষম। শাওমি ভবিষ্যতে অবাক করে দেওয়ার মত অনেক দুর্দান্ত ফিচার নিয়ে আসতে যাচ্ছে। এ ফ্যাক্টরি তারই প্রমাণ দেয়।
চীনের মুদ্রায় ২.৪ বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করা হয়েছে যেনো এ ফ্যাক্টরি নির্মাণ করা যায়। এ ফ্যাক্টরি এর মধ্যে সব মিলিয়ে ৮১ হাজার স্কয়ার মিটার জায়গা রয়েছে। জাতীয় পর্যায়ে একটি স্মার্ট ম্যানুফ্যাকচারিং সিস্টেম সবার সামনে নিয়ে আসতে সক্ষম হচ্ছে শাওমি।
প্রত্যেক বছরের দশ মিলিয়ন স্মার্টফোন উৎপাদন করতে পারবে শাওমির নতুন ফ্যাক্টরি। শাওমি তাদের পরিকল্পনা অনুযায়ী MIX Fold 4 এবং MIX Flip স্মার্টফোন এ ফ্যাক্টরির মাধ্যমে উৎপাদন করবে। শাওমির উৎপাদন ব্যবস্থায় অটোমাইজেশন সিস্টেম বেশি গুরুত্ব পাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।