স্যামসাং তার ফোল্ডেবল ডিভাইস বাজারে ছাড়ার ঘোষণা দেওয়ার পর শাওমি তার দ্বিতীয় প্রজন্মের মিক্স ফোল্ড টু ফোল্ডেবল স্মার্টফোন চীনে লঞ্চ করেছে। বেশ কিছু সেকশনে স্যামসাং থেকে শাওমির স্মার্টফোন এগিয়ে থাকবে।
শাওমির স্মার্টফোনটির বাইরের ডিসপ্লে হবে ৬.৫৬ ইঞ্চি। ভেতরের ডিসপ্লে হবে ৮.০২ ইঞ্চি। উভয় ক্ষেত্রেই স্যামসাং থেকে এগিয়ে আছে শাওমি। ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ইন্সটল করা হয়েছে।
চিনা প্রতিষ্ঠানটি লাইকার চালিত ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা স্মার্টফোন ব্যবহার করেছে। সাথে ১৩ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স এবং ৮ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর অন্তর্ভুক্ত করেছে। এতে করে ক্যামেরা সেকশনে দুর্দান্ত পারফরম্যান্স করতে সক্ষম শাওমি মিক্স ফোল্ড ২।
ভিডিওগ্রাফির ক্ষেত্রে স্মার্টফোনে অনেক ফিচার যোগ করা হয়েছে। আপনি 8K রেজুলেশন অপশন ব্যবহার করে ভিডিওগ্রাফি করতে পারবেন। স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোনের মতই শাওমির স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট প্লাস জেন ওয়ান চিপসেট দ্বারা পরিচালিত হচ্ছে।
তবে শাওমি এই ফোল্ডেবল স্মার্টফোনটিকে শুধু চীনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চায়। এটি সবাইকে হতাশ করেছে। কেননা বিশ্বব্যাপী সব কাস্টমারদের মধ্যে এই স্মার্টফোন নিয়ে বেশ আগ্রহ ও প্রত্যাশা ছিল।
শাওমির ফোল্ডেবল হ্যান্ডসেট শুধু চীনে সীমাবদ্ধ থাকায় স্যামসাংয়ের জন্য এটি খুব বেশি হুমকি হবে না বলে ধরে নেওয়া হচ্ছে। শাওমির মত হুয়াওয়ে, অপো ও ভিভো তাদের ফোল্ডেবল স্মার্টফোন চীনের মধ্যেই সীমাবদ্ধ রাখছে । তবে মটোরোলা মার্কিন যুক্তরাষ্ট্রে স্যামসাংয়ের প্রতিযোগী হতে যাচ্ছে।
শাওমি মিক্স ফোল্ড ২ দামঃ বাংলাদেশে ১ লাখ ৯০ হাজার টাকা ও ভারতে ১ লাখ ৬০ হাজার টাকা
স্যামসাং ফোল্ড ৪ দামঃ ১ লাখ ৭০ হাজার টাকা ও ১ লাখ ৪৫ হাজার রুপি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।