বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাজারে প্রচলিত স্মার্টফোনের পাশাপাশি উন্মোচনের অপেক্ষায় থাকা ডিভাইসগুলোয় ইউটিউব প্রিমিয়ামের ফ্রি ট্রায়াল ব্যবহারের সুবিধা দেবে শাওমি। এ লক্ষ্যে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মটির সঙ্গে চুক্তি করেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানটি। খবর গিজমোচায়না।
শাওমির স্মার্টফোন ব্যবহারকারীরা তিন মাস প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন। ইউটিউব প্রিমিয়ামও হচ্ছে সাবস্ক্রিপশনভিত্তিক একটি প্যাকেজ, যেখানে ব্যবহারকারীরা কোনো বিজ্ঞাপন ছাড়াই গান ও ভিডিও কনটেন্ট উপভোগ করতে পারেন। এ সাবস্ক্রিপশনে ইউটিউব মিউজিকের প্রিমিয়াম ভার্সনও রয়েছে। ফলে ব্যবহারকারীরা আট কোটির বেশি অফিশিয়াল গান সরাসরি শুনতে পারবেন।
শাওমি ১১টি প্রো, শাওমি ১১টি, শাওমি ১১ লাইট ফাইভজি এনই, রেডমি নোট ১১ প্রো ফাইভজি, রেডমি নোট ১১ প্রো, রেডমি নোট ১১ এস এবং রেডমি নোট ১১-তে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন ফিচার ব্যবহারের সুবিধা দেয়া হবে।
যারা প্রিমিয়াম সাবস্ক্রিপশন ব্যবহার করতে চান, তারা স্মার্টফোনের ইউটিউব অ্যাপ চালু করে সেখানে প্রদত্ত নির্দেশনা অনুসরণের মাধ্যমে কিংবা ইউটিউব প্রিমিয়াম ভিজিট করে সেবাটি চালু করতে পারবেন।
ইউটিউব প্রিমিয়ামের ব্যবহারকারীরা কোনো বিজ্ঞাপন ছাড়াই অডিও ও ভিডিও কনটেন্ট দেখতে পারবেন। মাল্টি টাস্কিংয়ের ক্ষেত্রেও এটি সুবিধা দেবে। কেননা প্রিমিয়ামে ব্যাকগ্রাউন্ডে ভিডিও চালু রেখে অন্য কাজও করা যায়। তবে প্রতিষ্ঠানটির নতুন স্মার্টফোনগুলোতেই শুধু প্রিমিয়াম সাবস্ক্রিপশন সুবিধা পাওয়া যাবে। অঞ্চলভেদে সাবস্ক্রিপশন ফিচারে সমস্যা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।