আইফোনকে টেক্কা দিবে শাওমির নতুন ফ্ল্যাগশিপ ফোন

Xiaomi 12 Pro শাওমির নতুন ফ্ল্যাগশিপ ফোন

শাওমি ১২প্রো – Xiaomi 12 Pro

Xiaomi 12 Pro শাওমির নতুন ফ্ল্যাগশিপ ফোন। আর একই সঙ্গে, এটিই লেটেস্ট ফোন, যাতে Snapdragon 8 Gen 1 ফ্ল্যাগশিপ প্রসেসর থাকছে। খাতায় কলমে তো ভালই, কিন্তু বাস্তবে কেমন?

Xiaomi 12 Pro Android 12-এর লেটেস্ট ভার্সান এবং Xiaomi-র নিজস্ব MIUI 13 ইন্টারফেস রয়েছে। ফ্ল্যাগশিপ ফোন হওয়া সত্ত্বেও এতে বেশ কিছু প্রিলোডেড থার্ড পার্টি অ্যাপ রয়েছে। শাওমির ফোনগুলিতে যেমন থাকে আরকি। কিন্তু চিন্তা নেই, এগুলি চাইলেই আনইনস্টল করা যাবে।

Xiaomi 12 Pro-তে Herman Kardan সাপোর্টেড স্পিকার সহ একটি টিউনড স্টেরিও স্পিকার সেটআপ রয়েছে। ফলে অডিয়ো ক্যাটাগরিতে এটি সেগমেন্টের সেরা। Xiaomi 12 Pro-তে ৬.৭-ইঞ্চি ডিসপ্লে, পরিবর্তনশীল রিফ্রেশ রেট, ডলবি ভিশন সাপোর্ট এবং WQHD + AMOLED কার্ভড ডিসপ্লে রয়েছে।
Xiaomi 12 Pro শাওমির নতুন ফ্ল্যাগশিপ ফোন
Xiaomi 12 Pro-তে থাকছে Snapdragon 8 Gen 1 ফ্ল্যাগশিপ প্রসেসর। Xiaomi 12 Pro-র ক্যামেরার কোয়ালিটি বেশ ভাল। OIS সহ একটি ৫০ MP Sony IMX 707, একটি ৫০ MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 2X জুম সহ আরেকটি ৫০ MP টেলিফটো ক্যামেরা রয়েছে। সামনের ক্যামেরায় একটি ৩২ MP সেন্সর রয়েছে।

Xiaomi 12 Pro-তে থাকছে ৪,৬০০ mAh ব্যাটারি। Xiaomi এতে তাদের স্পেশাল 120 W ফাস্ট চার্জার দিয়েছে৷ এটি বুস্ট মোডে মাত্র ১৮ মিনিটে 0-100% চার্জ নেয়। Xiaomi 12 Pro-র 8 GB / 256 GB ভেরিয়েন্টের ভারতে দাম ৬২,৯৯৯ টাকা। 12 GB / 256 GB ভেরিয়েন্টের ভারতে দাম ৬৬,৯৯৯ টাকা। ফোনটি Couture Blue, Noir Black এবং Opera Mauve রঙে পাওয়া যাচ্ছে।

বাংলাদেশে দাম:

8GB+256GB- 89,999 Taka
12GB+256GB- 99,999 Taka

ঘরে বসে ইউটিউব থেকে সহজেই আয় করার ৫টি উপায়