প্রতি বছর শাওমির কিছু বড় চমক থাকে। এবার তাদের আপকামিং ফ্ল্যাগশিপ ফোনে ক্যামেরাতে বড় চমক নিয়ে আসতেছে। শাওমি ১২ প্রো ফোনে থাকছে ৫০ মেগাপিক্সেল মূল সেন্সর এবং এফ/১.৯ স্ট্যান্ডার্ড ওয়াইড লেন্স।
এটি শাওমি ফোনে ব্যবহৃত সবচেয়ে বড় সেন্সর নয়। কিন্তু বড় অ্যাপারচারের সঙ্গে বিশাল ইমেজিং চিপের এমন কম্বিনেশন আগে কখনো কখনো দেখা যায়নি বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
শাওমি ১২ প্রো ফোনে ব্যবহার করেছে সনি আইএমএক্স৭০৭ চিপ। এর মাধ্যমে আদতে ডিজিটাল ক্যামেরার বড় সেন্সরই শাওমি নিয়ে এলো মোবাইল ফোনে। গিজমোচায়নার খবের জানা গেছে, সনির আগে বাজারে আনা আইএমএক্স৭০০ চিপের খানিকটা উন্নত সংষ্করণ ৭০৭।যে কারণে, এটি একেবারে নতুন সেন্সর বলে মনে হবে না। তবে এর আকার ১/১.২৮ ইঞ্চি, যে আকার অনেক ডিএসএলআর কামেরায় ব্যবহৃত হয়। তথ্য মতে, সেন্সরের ১.২২ মাইক্রন আকারের বড় পিক্সেল কম আলোয় ছবি তোলার জন্য ভালো ফল দেবে।
সাথে আরও দুটি ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেন্সর রয়েছে ১২ প্রো ফোনে। একটি আল্ট্রাওয়াইড এবং একটি টেলিফটো ক্যামেরা।
এই সিরিজের স্ট্যান্ডার্ড মডেল শাওমি ১২। ফোনের বেস মডেল ৮জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য এই দাম ধার্য করা হয়েছে। এই ফোনে রয়েছে একটি ৬.২৮ ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০Hz। চলতি বছরের সবথেকে ছোট শাওমি ফোন এটিই। গোরিলা গ্লাস ভিক্টাস দ্বারা সুরক্ষিত এই ফোন। ১২ বিট ডিসপ্লে রয়েছে এবং ডিসপ্লের পিক ব্রাইটনেস ১৬০০ নিটস।
পারফর্ম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে একটি Snapdragon 8 Gen 1 প্রসেসরের সাহায্যে। অত্যন্ত শক্তিশালী একটি ৪৫০০এমএএইচ ব্যাটারি রয়েছে যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও এই ব্যাটারি ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। ফোনের রিয়ার ক্যামেরা প্যানেলে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেল Sony IMX766 সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি ১৩ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এবং একটি ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা সেন্সর রয়েছে। সফ্টওয়্যারের দিক থেকে এই ফোনটি MIUI 13 আউট অফ দ্য বক্স অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে।
শাওমি ১২ প্রো মডেলে রয়েছে অপেক্ষাকৃত বড় ৬.৭ ইঞ্চির ১৪৪০P AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ভ্যারিয়েবল ১২০Hz। পারফর্ম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে একটি স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসরের সাহায্যে। অত্যন্ত শক্তিশালী একটি ৪৬০০এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও এই ব্যাটারি ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
এই ফোনের রিয়ার ক্যামেরা প্যানেলে থাকছে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা যাতে Sony IMX707 সেন্সর। এই সেন্সরের সাইজ ১/১.২৮ ইঞ্চি। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে এই ফোনে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেল পোর্ট্রেইট ক্যামেরা এবং আর একটি ৫০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। একটি নতুন সাইবারফোকাস অটোফোকাস সিস্টেম রয়েছে ফোনটির ক্যামেরাতে যা কোনও নির্দিষ্ট বিষয়ের ফেসে ফোকাস করতে পারে।
আজ থেকে বন্ধ হচ্ছে Google – Facebook – Youtube সহ বিভিন্ন ক্যাশ সার্ভার
আজ শাওমি ১২ এবং ১২ প্রো ফোন দু’টি চীনের বাজারে লঞ্চ হয়েছে। শাওমি ১২ প্রো ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের দাম পড়বে প্রায় $৭৩৭ যা বাংলাদেশী টাকায় ৭০,০০০ টাকার মতো এবং একই কনফিগারেশনে শাওমি ১২ ফোনের দাম পড়বে প্রায় $৫৮০, বাংলাদেশী টাকায় ৫০,০০০ হাজার টাকার মতো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।