আন্তর্জাতিক ডেস্ক : রমজান মাসের সমাপ্তির পর শাওয়ালের চাঁদ দেখার অপেক্ষায় রয়েছে বিশ্বের মুসলিম সম্প্রদায়। বিভিন্ন দেশে চাঁদ দেখার প্রস্তুতি শুরু হয়েছে, যার ওপর নির্ভর করে ঈদুল ফিতরের তারিখ নির্ধারিত হবে।
অস্ট্রেলিয়ায় শাওয়ালের চাঁদের ভিত্তিতে ঈদের তারিখ ঘোষণা
অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল জ্যোতির্বিদ্যা ও চাঁদের অবস্থান পর্যবেক্ষণের ভিত্তিতে ঘোষণা করেছে যে, দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে ৩১ মার্চ সোমবার। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ২৯ মার্চ শনিবার সিডনি সময় রাত ৯টা ৫৭ মিনিট ও পার্থের সময় সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে শাওয়ালের চাঁদের জন্ম হবে। যেহেতু সূর্যাস্তের আগে চাঁদ দেখা সম্ভব নয়, তাই রমজান ৩০ দিনে সম্পন্ন হবে এবং ঈদ ৩১ মার্চ পালিত হবে।
সংযুক্ত আরব আমিরাতে শাওয়ালের চাঁদ দেখার প্রস্তুতি
সংযুক্ত আরব আমিরাতেও শাওয়ালের চাঁদ দেখার প্রস্তুতি চলছে। স্থানীয় সময় ২৯ মার্চ শনিবার সন্ধ্যায় মাগরিব নামাজের পর চাঁদ দেখা কমিটি একত্রিত হবে। শাওয়ালের চাঁদ দেখা গেলে ঈদ ৩০ মার্চ রবিবার, অন্যথায় ৩১ মার্চ সোমবার উদযাপিত হবে।
সৌদি আরবে শাওয়ালের চাঁদ পর্যবেক্ষণ
সৌদি আরবের সুপ্রিম কোর্ট ও ফতোয়া কাউন্সিল দেশটির জনগণকে ২৯ মার্চ শনিবার সন্ধ্যায় খালি চোখে বা দূরবীনে শাওয়ালের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। কেউ চাঁদ দেখতে পেলে নিকটস্থ পরিষদ বা কমিটিকে জানানোর অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন: সৌদি আরবে ঈদ কবে? ২০২৫ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ও উদযাপন
শাওয়ালের চাঁদ দেখার ওপর নির্ভর করে বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হবে। অস্ট্রেলিয়া ইতোমধ্যে ঈদের তারিখ ঘোষণা করলেও, মধ্যপ্রাচ্যের দেশগুলো শনিবার সন্ধ্যায় চাঁদ দেখার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। শাওয়ালের চাঁদের ওপর ভিত্তি করেই মুসলিম বিশ্ব ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি গ্রহণ করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।