বিনোদন ডেস্ক : আসন্ন ঈদে ঢালিউডে মুক্তি প্রতীক্ষিত শাকিব খানের ‘বরবাদ’ সিনেমাটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়লে তাতে আপত্তি জানায় বোর্ড। ভায়োলেন্সের দৃশ্যে আপত্তি জানিয়ে বিশেষ প্রদর্শনী শেষে সংশোধন সাপেক্ষে ইউ রেটিংয়ে সনদপত্র দেয় সিনেমাটিকে।
ঢালিউডের বাইরে বলিউডেও ঘটেছে প্রায় একই ঘটনা! সালমান খানের আসন্ন ছবি ‘সিকান্দার’ ছবিটি ভারতীয় সেন্সর বোর্ডে জমা পড়লে ছবিটিকে কোনো রকম কাট ছাড়াই মুক্তির অনুমতি দেয়। তবে কিছু কিছু দৃশ্যে পরিবর্তন অর্থাৎ সংশোধন করার নির্দেশ দিয়েছে বোর্ড।
এ আর মুরগোদাস পরিচালিত এই ছবিটি ইউ এ ১৩+ রেটিং পেয়েছে। ছবিতে কোনো কাট দেওয়া হয়নি, তার মানেই এই নয় যে ছবিটি কোনো পরিবর্তন ছাড়াই মঞ্জুর হয়েছে।
বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমার যেখানে যেখানে ‘হোম মিনিস্টার’ শব্দটি ব্যবহার করা হয়েছে, সেখানে ‘হোম’ শব্দটি মিউট করার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। এ ছাড়া ছবিতে অনেক জায়গায় রাজনৈতিক দলের হোর্ডিং দেখানো হয়েছে, সেই দৃশ্যগুলিতে রাজনৈতিক দলের হোর্ডিংয়ের দৃশ্য ব্লার করার নির্দেশ দিয়েছে। এ ছাড়া বাকি সব ডায়লগ এবং অ্যাকশন দৃশ্য কোনো পরিবর্তন ছাড়াই অনুমোদিত হয়েছে।
ছবিটির মোট সময়কাল ১৫০ মিনিট ০৮ সেকেন্ড (২ ঘণ্টা ৩০ মিনিট ৮ সেকেন্ড)। তবে জানা গেছে, ছবির সময়কাল আরো কম হতে পারে। সালমান খান ছাড়াও ছবিতে রয়েছেন রাশমিকা মান্দানা, কাজল আগারওয়াল। খলনায়কের ভূমিকায় অভিনয় করছেন সত্যরাজ।
অন্যদিকে শাকিব খানের ‘বরবাদ’ এর রান টাইম ১৩৯ মিনিট ১০ সেকেন্ড (২ ঘণ্টা ১৯ মিনিট ১০ সেকেন্ড)। এটি পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয়। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। এ ছাড়া রয়েছেন মিশা সওদাগর, যীশু সেনগুপ্ত প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।