জুমবাংলা ডেস্ক : ভারতীয় নতুন পুরনো বহু অভিনেত্রীর সাথে কাজ করেছেন ঢাকাই সুপারস্টার শাকিব খান। শুধু পশ্চিমবঙ্গ নয়, বলিউডের সোনাল চৌহানদের সাথেও কাজ করেছেন এই নায়ক! এবার নতুন ছবির ঘোষণা আসতেই অন্যরকম এক দাবী করে বসলো নায়কের ভক্তরা!
শিগগির শুরু হবে শাকিব খানের নতুন ছবি ‘বরবার’র শুটিং। শোনা যাচ্ছে, এতে তার বিপরীতে অভিনয় করতে চলেছেন ‘প্রিয়তমা’ খ্যাত পশ্চিমবঙ্গের নায়িকা ইধিকা পাল। তবে শাকিব খানের ভক্তরা চাইছেন, ইধিকার সাথে তো ব্লকবাস্টার ছবি হলোই, এবার প্রিয় নায়কের বিপরীতে তারা চান পাকিস্তানি কোনো নায়িকা!
গেল জুলাই মাসে দুবাই গিয়ে সেখানকার একাধিক সংবাদমাধ্যমে শাকিব নিজেও পাকিস্তানি নায়িকাদের সঙ্গে কাজের ইচ্ছে পোষণ করেন। তিনি বলেছিলেন, শুধু ভারতীয় নয়, পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গেও কাজ করতে আগ্রহী তিনি। তার সিনেমাগুলো সেখানে কীভাবে মুক্তি দেয়া যায় সেই চেষ্টাও করবেন।
শাকিব খানের একাধিক ফ্যানগ্রুপে পাকিস্তানি নায়িকার সঙ্গে কাজের দাবি তুলেছেন কেউ কেউ। পাকিস্তানি কয়েকজন নায়িকার সঙ্গে শাকিবের ছবি দিয়ে সারোয়ার হোসেন নামে একজন লিখেছেন, পাকিস্তানি বেশ কিছু নায়িকা আছে যারা বাংলাদেশে তুমুল জনপ্রিয়। যেমন ডুরেফিশান সালিম (Dur-e-Fishan saleem, হানিয়া আমির (Hania Amir), ইউমনা জাইদি (Yumna zaidi), হিনা আফ্রিদি (Hina Afridi)।
”পাকিস্তানের বেশ কিছু ড্রামা বাংলাদেশেও জনপ্রিয়তা লাভ করেছে। শাকিব খানের নতুন প্রজেক্ট ‘বরবাদ’-এ এদের যেকোন একজনকে দেখতে চাই। ইধিকার সাথে যেহেতু একটি কাজ হয়েছে তাই তার কাজ না করাই ভালো। শাকিবের প্রতিটা নতুন প্রজেক্টে নতুন নতুন মুখ দেখতে।”
নাঈম নামে একজন লিখেছেন, কলকাতা, মুম্বাই, আমেরিকার পর এবার শাকিবের বিপরীতে পাকিস্তানি কোনো নায়িকা দেখতে চাই। আশরাফুল নামে আরেকজন লিখেছেন, শাকিব খানের ভক্তরা তার সাথে নতুন জুটি বরাবরই পছন্দ করে। এবার চমক হিসেবে পাকিস্তানি কোন নায়িকার সাথে কাজ হলে ভালো হয়।
ভক্তদের এমন দাবীতে ‘বরবাদ’ সংশ্লিষ্টরা কী ভাবছেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সম্প্রতি ‘বরবাদ’ এর ঘোষণা দেন তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয়। গতবছর অক্টোবর শাকিবকে এতে চুক্তিবদ্ধ করিয়েছেন।
নির্মাতা সূত্রে জানা যায়, আগামী মাসে অর্থাৎ অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে। এই ছবির বাজেট প্রায় ১৫ কোটি টাকা!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।